রাশিয়ার তেল কেনা আপাতত নয়: নসরুল হামিদ
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব আপাতত বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
কারণ হিসেবে নসরুল হামিদ জানান, দেশের রিফাইনারিতে পরিশোধনের সুবিধা না থাকায় তেল কেনার প্রস্তাব আপাতত বিবেচনা করা হচ্ছে না। আসছে বাজেটে জ্বালানি খাতে বড় কোনো পরির্বতন আসবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একইসঙ্গে সবার জন্য সহনীয় রাখা হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম।
যদিও আসামের গুয়াহাটিতে এক সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, রাশিয়ার কাছ থেকে কীভাবে তেল ও গম পাওয়া যায় তা নিয়ে ভারতে কাছে বুদ্ধি চেয়েছি। এ অবস্থায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে সরকারের স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না।
আরইউ/এএজেড