মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ আত্মবিশ্বাস বাড়িয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাশিপাশি জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।’

সোমবার (৩০ মে) ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড ২০২২ এর বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন জনৈক ব্যক্তি পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনায় কোনো বোর্ড মিটিং না করেই বিশ্বব্যাংক সেতুটি নির্মাণে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। যদিও পরে ওই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়।’

সচিব আরও বলেন, ‘আমরা যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছি, (বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে) তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেত হবে।’

সেনাবাহিনীর বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর্মি সব সময়ই অবকাঠামো নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে গেছে।

প্রধানমন্ত্রী তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আত্মবিশ্বাস ও আস্থা অর্জন করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ সবাই জনগণের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজন সংক্রান্ত সরকারি পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, তারা জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয় দিতে কক্সবাজারের খুরুসকুলে ফ্ল্যাট নির্মাণ করেছেন।

শেখ হাসিনা আরও বলেছেন, ‘সারাদেশে কেউ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না কারণ তাঁর সরকার বিনামূল্যে জমি দিয়ে বাড়ি করে দিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন পূর্ব (বর্তমানে বাংলাদেশ) এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রতিটি সেক্টরে বিশেষ করে সরকারি চাকরিতে বৈষম্য ছিল। পাকিস্তানি সামরিক সার্ভিসে শুধুমাত্র একজন কর্নেল ছিলেন।

তিনি বলেন, ‘তবে, এখন জেনারেলরা বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বলেই এটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে নেতৃত্বের জন্য পেশাদারি দক্ষতা, উৎকর্ষ, সততা ও দেশপ্রেম সম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দায়িত্বপ্রাপ্তরা সততা, ন্যায়পরায়ণতা এবং ন্যায়বিচারের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সেনাবাহিনীর সদস্যরা সর্বদা জনগণের পাশে থাকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছিলেন বর্তমান সরকার বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতি অনুসরণ করে ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন অব্যাহত রেখেছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad
Header Ad

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের বাসিন্দা বিশাল (১৯) এবং হৃদয় রবি দাস (৩২)। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমরাইল চা-বাগান থেকে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহত ২০ জন শ্রমিককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আটজনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই বিশাল ও হৃদয় রবি দাস মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আহত শ্রমিকদের হাসপাতালে আনা হয়। গুরুতর আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হলে দু’জনের মৃত্যু হয় এবং ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে।

Header Ad
Header Ad

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের পর ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে আছেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।

এনিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল ও সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণের আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমরা ৩০০ আসনে ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনকে টার্গেট করেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পালিত হবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ‘একটি দলের নিবন্ধন প্রক্রিয়ার জন্য যে-সব শর্তাবলি পূরণ করতে হয় সেগুলোর জন্য আমরা কাজ করছি। কেন্দ্রীয় কার্যালয় থাকাসহ যে-সব শর্তাবলি পূরণ করতে হয় তা যথাযথ সময়ে সমাধান হবে।’

Header Ad
Header Ad

মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত

ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসার জন্য নির্মিত হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সাহায্য স্থগিত করায় এই হাসপাতালগুলো চালানো সম্ভব হচ্ছে না।

২০২১ সালে চালু হওয়া মিত্র (বন্ধু) ক্লিনিক নামে হাসপাতালটি হায়দ্রাবাদে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা দিত, যেখানে এইচআইভি চিকিৎসা ও কাউন্সেলিং সুবিধা ছিল।

ওই বছর ভারতের থানে ও পুনেতেও একই ধরনের আরও দুটি ক্লিনিক চালু হয়। কিন্তু অর্থ সহায়তার অভাবে তিনটি ক্লিনিকই বন্ধ হয়ে গেছে।

গত জানুয়ারিতে ট্রাম্প ৯০ দিনের জন্য ইউএসএআইডির বৈদেশিক সাহায্য স্থগিতের নির্দেশ দেন, যা ‘আমেরিকা ফাস্ট’ নীতির অংশ হিসেবে নেওয়া হয়। এর ফলে ১৯৬০ সাল থেকে সংস্থাটির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশে উন্নয়নমূলক প্রকল্পগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মিত্র ক্লিনিকের বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের একজন সদস্য বিবিসি হিন্দিকে জানান, তিনটি ক্লিনিক থেকে প্রায় ৬ হাজার ট্রান্সজেন্ডারকে সেবা দেওয়া হতো, যার মধ্যে ৬ থেকে ৮ শতাংশ রোগী এইচআইভি চিকিৎসা নিতেন।

হায়দ্রাবাদের মিত্র ক্লিনিকের ইনচার্জ রচনা মুদ্রাবোনিয়া, যিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার, বলেন, “হাসপাতাল পরিচালনার জন্য ইউএসএআইডি থেকে প্রতি মাসে ২ লাখ ৫০ হাজার রুপি অনুদান পেতাম। কিন্তু এখন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা আমাদের সম্প্রদায়ের জন্য বড় ধাক্কা।” সূত্র: বিবিসি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি  
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি  
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  
নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের  
মধ্যরাতে ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ  
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২
ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অ‌ভিযোগ সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক
জাতিসংঘকে শাপলা চত্বর ও সাঈদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ
নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী: হান্নান মাসউদ