মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ঝড়-বৃষ্টি হতে পারে আরও ৩ দিন

প্রচণ্ড গরমের যখন রাজধানীবাসীর প্রাণ ওষ্ঠাগত, সামান্য বৃষ্টিও খানিকটা স্বস্তি দেয়। সোমবার (৩০ মে) বেলা ১১টার দিকে রাজধানীতে বৃষ্টি নামে।

রবিবারের প্রচণ্ড গরমের পর এ বৃষ্টি দিনের তাপমাত্রা কিছুটা কমে যায়। সকাল থেকে রাজধানীর আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে দেখা যায়। বেলা ১১টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

সোমবার দেশের কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে খুলনা অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়েছে। আজ দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া আগামী তিনদিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। রাজশাহীতে বৃষ্টি না হলেও রংপুর ও ময়মনসিংহ বিভাগের সামান্য বৃষ্টি হয়েছে। পঞ্চগড়ে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি জানান, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ার সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এসএন

 

Header Ad
Header Ad

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের পর ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে আছেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।

এনিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল ও সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণের আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমরা ৩০০ আসনে ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনকে টার্গেট করেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পালিত হবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ‘একটি দলের নিবন্ধন প্রক্রিয়ার জন্য যে-সব শর্তাবলি পূরণ করতে হয় সেগুলোর জন্য আমরা কাজ করছি। কেন্দ্রীয় কার্যালয় থাকাসহ যে-সব শর্তাবলি পূরণ করতে হয় তা যথাযথ সময়ে সমাধান হবে।’

Header Ad
Header Ad

মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত

ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসার জন্য নির্মিত হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সাহায্য স্থগিত করায় এই হাসপাতালগুলো চালানো সম্ভব হচ্ছে না।

২০২১ সালে চালু হওয়া মিত্র (বন্ধু) ক্লিনিক নামে হাসপাতালটি হায়দ্রাবাদে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা দিত, যেখানে এইচআইভি চিকিৎসা ও কাউন্সেলিং সুবিধা ছিল।

ওই বছর ভারতের থানে ও পুনেতেও একই ধরনের আরও দুটি ক্লিনিক চালু হয়। কিন্তু অর্থ সহায়তার অভাবে তিনটি ক্লিনিকই বন্ধ হয়ে গেছে।

গত জানুয়ারিতে ট্রাম্প ৯০ দিনের জন্য ইউএসএআইডির বৈদেশিক সাহায্য স্থগিতের নির্দেশ দেন, যা ‘আমেরিকা ফাস্ট’ নীতির অংশ হিসেবে নেওয়া হয়। এর ফলে ১৯৬০ সাল থেকে সংস্থাটির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশে উন্নয়নমূলক প্রকল্পগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মিত্র ক্লিনিকের বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের একজন সদস্য বিবিসি হিন্দিকে জানান, তিনটি ক্লিনিক থেকে প্রায় ৬ হাজার ট্রান্সজেন্ডারকে সেবা দেওয়া হতো, যার মধ্যে ৬ থেকে ৮ শতাংশ রোগী এইচআইভি চিকিৎসা নিতেন।

হায়দ্রাবাদের মিত্র ক্লিনিকের ইনচার্জ রচনা মুদ্রাবোনিয়া, যিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার, বলেন, “হাসপাতাল পরিচালনার জন্য ইউএসএআইডি থেকে প্রতি মাসে ২ লাখ ৫০ হাজার রুপি অনুদান পেতাম। কিন্তু এখন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা আমাদের সম্প্রদায়ের জন্য বড় ধাক্কা।” সূত্র: বিবিসি

Header Ad
Header Ad

পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ

ছবি: সংগৃহীত

ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে সোমবার (৩ মার্চ) তিনি অনলাইনে পোস্ট দিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কূটনীতিক তার পদত্যাগপত্রে সাম্প্রতিক ছয় মাসকে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জারিফ ২০১৫ সালে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পারমাণবিক চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রাখেন। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি, যিনি নির্বাচনী প্রচারণায় পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন। ক্ষমতায় আসার পর পেজেশকিয়ান তাকে সরকারের কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেন।

নিজের পদত্যাগপত্রে জারিফ উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য চার দশক ধরে তিনি নানা অপমান ও অভিযোগ সহ্য করেছেন। আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভূমিকা রেখেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ের বিরামহীন মিথ্যা প্রচারণা ও বক্তব্য বিকৃতির কারণে তার পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি জানান, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন এবং সরকারের ওপর আরও চাপ কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার উপদেশ দিয়েছেন। জারিফ বলেন, তার পদত্যাগ হয়তো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং সরকারের সফলতার পথে বাধা দূর করবে। সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি  
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি  
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  
নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের  
মধ্যরাতে ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ  
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২
ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অ‌ভিযোগ সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক
জাতিসংঘকে শাপলা চত্বর ও সাঈদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ
নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী: হান্নান মাসউদ
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা