শান্তিরক্ষী বাহিনীকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীর সব শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, সততা বজায় রেখে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৯ মে) দুপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিজেদের জীবনকে যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় সেভাবে আপনারা কাজ করবেন, সেটাই আমরা চাই। সব সময় একটা কথা মনে রাখবেন, যে কোনো দায়িত্ব পালনে আত্মবিশ্বাসটা সব থেকে বড়। কাজেই সবাই আত্মবিশ্বাস নিয়ে স্ব স্ব দায়িত্ব পালন করবেন। তাহলে আপনারা সফল হবেন।
তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আরও প্রয়োজনীয় শান্তিরক্ষী পাঠাতে আমরা প্রস্তুত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের মতো মহামারি অতিক্রম করতে করতে আরও একটি যুদ্ধের দ্বার প্রান্তে। সারাবিশ্বে অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব ফেলেছে। আমরা কোনো সংঘাত চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সেটাই আমাদের কাম্য। বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের শান্তিরক্ষা বাহিনীসহ সব শান্তিরক্ষীরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি মনে করি সবাই এই অবদান অবশ্যই মনে রাখবে এবং স্বীকৃতি দেবে।
তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি রক্ষাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন। বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান, নৌবাহিনী প্রধান বক্তব্য দেন।
এসএম/আরএ/