গাফফার চৌধুরীকে বিএনপির শ্রদ্ধা জানানো উচিত ছিল: জাফরুল্লাহ
প্রয়াত সাংবাদিক, অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচিয়তা আবদুল গাফফার চৌধুরীর প্রতি বিএনপি নেতারা শ্রদ্ধা না জানিয়ে ক্ষুদ্রতা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন গণ স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘বিএনপি নেতাদের দেখছি না, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি বিএনপির আসা উচিত ছিল। আমার চোখে পড়ছে না, তাদের কাউকে দেখছি না। তিনি (গাফফার চৌধুরী) দলকানা হতে পারেন, কিন্তু তিনি তো অগ্রগতিতে অবদান রেখেছেন। তাকে সম্মান না দেখানো ক্ষুদ্রতা প্রকাশ পেল।’
শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্যে সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন প্রবীণ এই মুক্তিযোদ্ধা। তিনি হুইল চেয়ারে বসে শহীদ মিনারে আসেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তার (গাফফার চৌধুরীর) জীবনের বড় একটি সময় কেটেছে বৃটিশ সরকারের বদান্যতায়। জীবিত থাকতে সরকার গুণীজনদের সেভাবে সম্মান করেনি। সরকারের দায়িত্ব এ ধরনের গুণীজনদের সম্মান দেওয়া।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ অনেক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এলেও ছিল না বিএনপি ও তাদের শরীকদের কোনো দল।
গুণীজনকে শ্রদ্ধা না জানিয়ে বিএনপি কী বার্তা দিল এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতাদের দেখছি না, এটা দুর্ভাগ্যেজনক। একটা কারণ হতে পারে গত কয়েক দিন ধরে সরকারের পেটোয়া বাহিনী ছাত্রদলকে যেভাবে পিটিয়েছে, হাইকোর্ট পর্যন্ত নিয়েছে। এগুলো পরিহার করা প্রয়োজন। এর মধ্যেও আমি মনে করি বিএনপির আসা উচিত ছিল। আমার চোখে পড়ছে না।’
এসএম/এমএমএ