পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-আরিচা ঘাটে লাইট হাউজের সুপারিশ
ছবি : সংগৃহীত
শীতকালে কুয়াশার কারণে বিভিন্ন সময় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। তাই ফেরিঘাটগুলোকে সচল রাখতে বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-আরিচা ঘাটে লাইট হাউজ স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে নৌযানে রাডার স্থাপন, নেভিগেটরদের প্রশিক্ষণ, মোবাইল কোর্ট চলমান রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃর্পক্ষ(বিআইডব্লিউটিএ) এর অপারেশনাল কর্মকান্ড পরিচালনায় সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার সুপারিশ করে। কমিটি বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল, অভ্যন্তরীণ নদী বন্দর আইন প্রণয়ন এবং ঢাকা নদী বন্দরে যাত্রীদের সমস্যা সমাধানে আলোচনা করে।
এ ছাড়া অভ্যন্তরীণ নৌ-রুটসমূহে ড্রেজিং কার্যক্রমে জনবল ও আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এ ছাড়া নদী দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান বিআইডব্লিউটিএসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/