প্লাস্টিক হুমকি মোকাবেলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ
পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো.শাহাব উদ্দিন বলেছেন, প্লাস্টিক হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় মন্ত্রী, মধ্যম আয়ের দেশের উপযোগী বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশে মাল্টিসেক্টরাল সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধনকালে এসব কথা বলেন।
মো.শাহাব উদ্দিন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ উল্লেখ করে বলেন, তার (শেখ হাসিনা) নেতৃত্বে সরকার বিশ্বব্যাংকের সহযোগিতায় প্লাস্টিক দূষণ কমানো এবং এই কর্ম পরিকল্পনার প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছেন।
পরিবেশমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় তিনটি কৌশলের ওপর জোর দিয়েছেন। সেগুলো হলো- হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহার অর্থাৎ (Reduction,reuse and recycling)। সমাজের সকল স্তরের অন্তর্ভুক্তির মাধ্যমে এটার বাস্তবায়ন চায় সরকার। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে আরও বেশি লোককে উৎসাহিত করতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য আমরা যদি প্রতিশ্রুতি অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করি তবে সময়মতো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা আমাদের শহর এবং দেশকে আবার পরিষ্কার এবং সবুজ করতে পারবো, যোগ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিইও মো. সেলিম রেজা, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে, ওয়েস্ট কনসার্ন এর নির্বাহী পরিচালক আবু হাসনাত মো. মাকসুদ সিনহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ অধ্যাপক গাউসিয়া চৌধুরী।
এনএইচবি/কেএফ/