বিচার পাওয়া নিয়ে সংশয়ে এলমার বাবা
ছবি : সংগৃহীত
আসামিপক্ষকে প্রভাবশালী ও ক্ষমতাধর উল্লেখ করে বিচার পাওয়া নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরীর বাবা সাইফুল ইসলাম।
মেয়ে হত্যার বিচার চাইতে এসে সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে তিনি বলেন, আসামিপক্ষ প্রভাবশালী ও ক্ষমতাধর। বিচার ঠিকমত পাব কি না, সংশয়ে আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এলমা হত্যার বিচারের দাবিতে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যার বিচারের দাবি জানান এলমার বাবা। তিনি অভিযোগ করেন, তিন দিন ধরে নির্মম নির্যাতন চালিয়ে এলমাকে হত্যা করা হয়। তিনি দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবি জানান।
এলমার মৃত্যুর ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদি হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় এলমার স্বামী ইফতেখার আবেদীন, তার মা শিরিন আমিন ও ইফতেখারের পালক বাবা মো. আমিনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী ইফতেখারকে আটক করে পুলিশ।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলমার ক্ষেত্রেও ভিকটিম ব্লেইমিং করার অভিযোগ তুলে তারা বলেন, এসব বন্ধ করতে হবে। হত্যাকারী যেন মানসিক রোগী সেজে পার না পেয়ে যান। এ ছাড়া বিবাহিত হলেও ছাত্রীরা যেন হলে সিট পান। তা না হলে এলমার মতো পরিণতি অনেকের হতে পারে।
এনএইচ/টিটি