গার্মেন্টস সেক্টরে বাংলাদেশি কর্মী নেবে বুলগেরিয়া
বুলগেরিয়া গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১১ মে) বুলগেরিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা দিমিত্রোভা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনাকালে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও বুলগেরিয়া চলতি বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত বুলগেরিয়ায় বিশেষ করে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় দেশটির প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭২ সালের ২৬ জানুয়ারী দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই ঐতিহাসিক উপলক্ষে, বাংলাদেশ এবং বুলগেরিয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এবং বুলগেরিয়ার রাষ্ট্রদূত গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোফিয়ায় সরকারি সফর এবং বুলগেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সোফিয়ার একটি রাস্তার নামকরণ এবং বুলগেরিয়ান জাতীয় পুনর্জাগরণের পূর্বপুরুষ সেন্ট পাইসি হিলেন্ডারস্কির নামে ঢাকার একটি রাস্তার নামকরণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই নীতিগতভাবে কাজ করতে সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বুলগেরিয়ার সমর্থনের প্রশংসা করেন এবং ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য তাদের সমর্থন কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের নিয়মিত আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে চমৎকার সুযোগ-সুবিধা তুলে ধরে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত অনুরোধ করেন, বাংলাদেশ বুলগেরিয়া থেকে ভোজ্যতেল (সূর্যমুখী তেল), ভুট্টা ইত্যাদি আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে।
আরইউ/এএস