৩ বিদ্যুৎ প্রকল্পে ৩৯০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: টিআইবি
কয়লাভিত্তিক তিন বিদ্যুৎ প্রকল্পে জমি কেনা, অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানে মোট ৩৯০ কোটি ৪৯ লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার (১১ মে) অনলাইন প্লাটফর্মে উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করেছে টিআইবি।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, তিন বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বরিশাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির পরিমাণ ১৫ কোটি ৫৯ লাখ ৯০ হাজার, বাঁশখালী এস এস বিদ্যুৎকেন্দ্রে ২৫৫ কোটি ও মাতারবাড়ী এলএনজি বিদ্যুৎকেন্দ্রে আত্মসাৎ হয়েছে ১১৯ কোটি ৪৫ লাখ টাকা।
জ্বালানি খাতের নীতিনির্ধারক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে যথাযথ বিশ্লেষণ না করে প্রভাবশালীদের স্বার্থে কয়লা ও এলএনজি প্রকল্প অনুমোদনেরও অভিযোগ করেছে টিআইবি।
টিআইবি বলছে, পার্শ্ববর্তী ভারত, চীন,পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় নির্মিত কয়লা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাংলাদেশি টাকায় ৩ টাকা ৪৬ পয়সা থেকে ৫ টাকা ১৫ পয়সার মধ্যে থাকলেও নির্বাচিত প্রকল্পে বেশি মূল্যে বিদ্যুৎ কেনার সুযোগ রেখে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশে বিদ্যুতের দাম ২২ থেকে ৪৯ শতাংশ বেশি দাম পড়বে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যুৎ কেনায় প্রতিযোগিতামূলক পদ্ধতি ব্যবহার করা হয়নি। প্রভাবশালী মহলকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে।
কয়লা ও এলএনজিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ড. ইফতেখারুজ্জামান।
আরইউ/এসএন