প্রথম দিনে বুস্টার ডোজ নিলেন যারা
পিবিএ
কোভিড-১৯ ও অমিক্রন নিয়ন্ত্রণে দেশে পরীক্ষামূলক ‘বুস্টার ডোজ’ প্রয়োগের প্রথম দিনে সরকারের পাঁচজন মন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অনেকেই টিকা নিয়েছেন। মূলত সাধারণের মানুষের মধ্যে আস্থা তৈরি করতে সরকারের মন্ত্রীরা বুস্টার ডোজ নিয়েছেন বলে জানা গেছে।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনী দিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা প্রথম বুস্টার ডোজ টিকা নেন।
এরপর বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. শায়লা খাতুন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ টিকা নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুস্টার ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ষাটোর্ধ বয়স্ক ব্যাক্তি, কো-মর্বিডিটি আছে- এমন ব্যক্তি এবং সেই সাথে সকল ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।
এনএইচবি/এসআইএইচ