আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ান
আগামী বছরে বাংলাদেশ সফর করবেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বিজয় দিবসের ৫০ বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
শনিবার (১৮ ডিসেম্বর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজয় দিবস উপলক্ষে তুরস্কের একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশ নাইট’-এর আয়োজন করে। অনুষ্ঠানে তুরস্কের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় ২০০ অতিথি অংশগ্রহণ করে।
ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নবউচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের উদ্যোগে ও শাকিল রেজা ইফতির পরিচালনায় নির্মিত ‘তুরস্কে বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এটি বঙ্গবন্ধুর উপর তুর্কি ভাষায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র, যেখানে তুরস্কের প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তি ও ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সম্পর্কে তার ভাবনা ও অনুভুতির কথা ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর ছবি নিয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনী’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ ও তুর্কি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশ থেকে অভিনেতা অনন্ত জলিল ও বর্ষা অংশগ্রহণ করেন।
আরইউ/এসএ/