প্রধান বিচারপতি ও বিচারকগণ কত বেতন-ভাতা পাবেন
ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি ও বিচারকগণের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২১ নামে এ বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়।
উত্থাপিত বিল অনুযায়ী একজন প্রধান বিচারপতি ও বিচারকগণ কত বেতন ও কী কী সুবিধা পাবেন তা তুলে ধরা হলো।
প্রধান বিচারপতি প্রতি মাসে এক লাখ ১০ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া আপিল বিভাগের বিচারক এক লাখ পাঁচ হাজার টাকা ও হাইকোর্ট বিভাগের বিচারক ৯৫ হাজার টাকা বেতন পাবেন।
বিশেষ ভাতা: বিচারকগণ প্রতি মাসে বেতনের ৫০ ভাগ হারে বিশেষ ভাতা পাবেন।
শ্রান্তি ও বিনোদন ভাতা: বিচারকগণ প্রতি তিন বছর অন্তর অন্তর এক মাসের বেতনের সমপরিমাণ শ্রান্তি ও বিনোদন ভাতা পাবেন। প্রচলিত আইন ও বিধির আওতায় প্রাপ্য ছুটিকালিন বেতনের অতিরিক্ত হিসেবে শ্রান্তি ও বিনোদন ভাতা পাবেন তারা।
উৎসবভাতা: বিচারকগণ প্রতি বছর দুই মাসের সমপরিমাণ উৎসব ভাতা পাবেন।
বাংলা নববর্ষের ভাতা: প্রতি বছর একবার এক মাসের বেতনের শতকরা ২০ ভাগ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন বিচারকগণ।
আবাসন সুবিধা: বিচারকগণ আসবাবপত্র সজ্জিত একটি বাসগৃহ পাবেন। যা ভাড়া, পৌরকর, গ্যাস ও বিদ্যুৎ বিল মুক্ত হবে। উপধারা (১) অনুযায়ী, বাসগৃহ পাওয়ার আগে পর্যন্ত বিচারকগণ প্রতি মাসে ৫০ হাজার ৬০০ টাকা আবাসন ভাতা পাবেন।
যানবাহন সুবিধা: সচিব পদ মর্যাদার কর্মকর্তারা যেসব শর্তে সরকারি যানবাহন সুবিধা প্রাপ্ত হন সেসব শর্তে যানবাহন সুবিধা পাবেন বিচারকরাও। উপধারা (১) অনুযায়ী, যানবাহন সুবিধা প্রাপ্ত না হলে বা সরকারি যানবাহন ব্যবহারের প্রয়োজন না হলে নিজস্ব পরিবহন ব্যবহারের জন্য তারা প্রতি মাসে ২৫ হাজার টাকা পাবেন। তা ছাড়া নিজম্ব মালিকানাধিন যানবাহন ব্যবহার না করলে প্রতি মাসে তাদের জন্য দুই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
টেলিফোন সুবিধা: বাসগৃহে ব্যবহারের জন্য সরকারি খরচে টেলিফোন সুবিধার ব্যবস্থা রয়েছে।
কুক ভাতা: একজন করে বাবুর্চি রাখার পরিবর্তে প্রতিমাসে ১৬ হাজার টাকা কুক ভাতা পাবেন বিচারকরা।
সিকিউরিটি ভাতা: প্রতি মাসে একজন সিকিউরিটির জন্য ১৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে ।
নিয়ামক ভাতা: প্রধান বিচারপতি ২৫ হাজার টাকা করে নিয়ামক ভাতা পাবেন। আপিল বিভাগের বিচারকগণ পাবেন আট হাজার টাকা এবং হাইকোর্টের বিচারকগণ পাবেন পাঁচ হাজার টাকা।
চিকিৎসা সুবিধা: বিচারকগণ ও তাদের পরিবারের সদস্যরা স্পেশাল মেডিক্যাল অ্যাটেনডেন্স রুলস-১৯৫০ অনুযায়ী চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা পাবেন। উপধারা-১ এর বিধান সত্ত্বেও নিজ বাসগৃহে চিকিৎসা সুবিধা পাবেন।
উপধারা ১ ও ২ এর অধিনে প্রদেয় চিকিৎসা সুবিধা বিচারকগণের অবসরগ্রহণ বা অন্য কোনো কারণে কর্মের অবসান হলেও বরাদ্দ থাকবে।
টিটি/