হৃদয়ের বিশেষ জায়গায় বাংলাদেশের অবস্থান: রামনাথ কোবিন্দ
ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্কের কথা তুলে ধরেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হৃদয়ের বিশেষ জায়গায় বাংলাদেশের অবস্থান বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রমনা কালী মন্দির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির সফরসঙ্গী ভারতের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকায় বসবাসরত ভারতীয়রাও এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রামনাথ কোবিন্দ মন্দিরটি পরিদর্শন করেন এবং পূজায় অংশ নেন। প্রার্থনা শেষে তিনি মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিয়েছিল উপমহাদেশের অন্যতম প্রাচীন এই মন্দিরটি। হত্যা করা হয়েছিল মন্দিরের সেবায়েতসহ প্রায় একশ সন্ন্যাসী, ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষকে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসেন। তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করেন তিনি।
আরইউ/এসএ/