ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলকে দেশে ফেরানো হচ্ছে
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তার জায়গায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে নিয়োগ দেওয়া হবে।
মো. শহীদুল ইসলামকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, র্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে ঢাকা-ওয়াশিংটন টানাপড়েনের কারণে মেয়াদপূর্তির আগেই তাকে ফেরানো হচ্ছে। চলতি বছরের শেষের দিকে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. শহীদুল ইসলাম। এই দায়িত্বে যাওয়ার আগে তিনি 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন'-বিমসটেকের মহাসচিবের দায়িত্বে ছিলেন।
তারও আগে দিনি ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্বপালন করেন। এবারই প্রথম তাকে নির্দিষ্ট মেয়াদের আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের চুক্তির মেয়াদ থাকার পরও তাকে ওয়াশিংটনে নিয়োগ দেওয়া হচ্ছে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে। পেশাদার এই কূটনীতিক ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান।
আরইউ/টিটি