বাংলাদেশের কয়েকটি মিশনে হাইকমিশনারদের রদবদল
বিশ্বে বাংলাদেশের কয়েকটি মিশনে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের রদবদল করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী কয়েক মাসের মধ্যেই এই রদবদল হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে আনা হবে। সেখানে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে নিয়োগ দেওয়া হবে।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তার স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার সুফিউর রহমান।
মো. শহীদুল ইসলামকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, র্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে ঢাকা-ওয়াশিংটন টানাপড়েনের কারণে মেয়াদপূর্তির আগেই তাকে ফেরানো হচ্ছে। চলতি বছরের শেষের দিকে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের চুক্তির মেয়াদ থাকার পরও তাকে ওয়াশিংটনে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতেই তার এই নিয়োগ। পেশাদার এই কূটনীতিক ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান।
আরইউ/আরএ/