বিজয়ের সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা পরিদর্শন বহিতে তাদের অনুভূতি লেখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে লেখা এই অনুভূতিতে উল্লেখ রয়েছে শহীদদের আত্মত্যাগের কথা। তিনি লিখেছেন, ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় দিবসে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং নির্যাতিত সকল মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘যাদের মহান আত্মত্যাগে আজ আমাদের বিজয় তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, সফলতার আলো জ্বালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো এই আমাদের অঙ্গীকার। ইনশা আল্লাহ বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।’
‘আমার মা ভাইদের কথা বার বার মনে পড়ছে। তাদের আত্মার মাগফেরাত কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুরে মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপুনিয়া গ্রামে চলছে শোকের মাতম।
আক্তারুজ্জামান ও নার্গিস দম্পতির এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। বড় বোনের বিয়ে হয়েছে। কৃষক বাবার সব ভরসা ছিল তাকে ঘিরেই। অনেক স্বপ্ন ছিল ছেলের চাকরি দিয়ে অনাগত দিনগুলো সুখে শান্তিতে কাটাবেন। কিন্তু সেই আশা পূরণ হওয়ার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো সব।
সন্তানের মৃত্যুর সংবাদ জানার পর থেকে কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মা নার্গিস বেগম। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকের মাতম বইছে পরিবারে।
ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ছিলেন একজন দক্ষ কর্মী। দক্ষ কর্মীর সুবাদে তাকে সম্প্রতি সিলেট থেকে নিয়ে এসে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। কর্ম দক্ষতার কারণে দুই বছরে স্থান করে নিয়েছেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে।
সর্বশেষ বুধবার দিবাগত রাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হন নয়ন। নয়নের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার থেকে শুরু করে সহকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে ফায়ার ফাইটার নয়নের জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সদরদপ্তর প্রাঙ্গণে।
এসময় পুরো প্রাঙ্গণে ছিল শোকের ছায়া৷ দেশের পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ যখন সেখানে রাখা হয় তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মীদের সবার চোখ তখন অশ্রুসিক্ত।
জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার সার্ভিসে সদর দপ্তরে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান।
এরপর ফায়ার সার্ভিসের সদরদপ্তরে জানাজায় অংশ নিতে আসা নয়নের চাচাতো ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমার ভাই এভাবে চলে গেল যে আর ফিরে আসবে না কখনো। তার সঙ্গে দেখা করার কথা ছিল আমার কিন্তু আর শেষ দেখা হলো না। তার এই অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। যুদ্ধ করতে গিয়েছিল কিন্তু যুদ্ধ শুরুর আগেই সে নির্মমভাবে দুর্ঘটনায় নিহত হলো। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছিল তখন যদি পুলিশ রাস্তা বন্ধ করে দিত তাহলে আমার ভাইকে এভাবে আর মরতে হতো না। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেবে, যাতে করে নয়নের মত আর কারো মৃত্যু না হয়।
জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল আমাদের ফায়ার ফাইটার নয়ন দুর্ঘটনায় মারা গিয়েছে। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। নয়নের বয়স খুবই কম ছিল। সে মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করছিল। কর্তব্যরত অবস্থায় সে মারা যায়, তার মা বাবার যে কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। সে তার বাবা-মার একমাত্র ছেলে। কিছুদিন আগে সিলেটে থেকে পোস্টিং হয়ে ঢাকায় এসেছে। সে খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিল তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল।
আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর টার্গেট তালিকায় রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিরা। সম্মেলনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকুন ইলন মাস্কের। আসতে পারেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও।
দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য এই বিনিয়োগ সম্মেলনে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত আশাবাদী। ইতিমধ্যেই তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন।
ব্লুমবার্গের তথ্য অনুসারে, সম্প্রতি ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। তার কোম্পানিগুলোর দ্রুত বৃদ্ধির কারণে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে অবস্থান করছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মেগা ইভেন্টের আয়োজনের দায়িত্বে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এপ্রিলে ৩ দিনের সূচি নির্ধারণ করে প্রস্তুতি এগিয়ে চলছে। সম্ভাব্য তারিখ চূড়ান্তের পাশাপাশি অতিথি তালিকায় বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের নামও তালিকায় রয়েছে।
এ সম্মেলনে বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা নেয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই তার কাছে এই আয়োজন নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।
এদিকে, ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। ডনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা এবং এআই নীতি নির্ধারণী কমিটিতে তার সহযোগী শ্রীরাম কৃষ্ণাণের অন্তর্ভুক্তি সেই প্রভাবেরই প্রতিফলন।
এর আগে বাংলাদেশে বেশ কয়েকটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হলেও প্রত্যাশিত ফলাফল অর্জিত হয়নি। তবে এবারের আয়োজন ৫৩ বছরের ইতিহাসে সেরা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এই কমিটি গঠনের বিষয়টি জানা যায়। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির সদস্য-সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।
সদস্য হিসেবে থাকবেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদ্ঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ প্রেরণ। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।