সারের সংকট নেই, ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী
দেশে সারের কোন সংকট নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশে কোনো প্রকার সারের কোনো সংকট নেই। অন্য যে কোনো সময়ের চেয়ে সারের মজুদ বেশি আছে।’
মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’র সভা শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। সারের সরবরাহ নির্বিঘ্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সার নিয়ে কোনো অভিযোগ পেলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে সারের যে মজুদ আছে, তাতে এ বছর চলে যাবে। আমরা সভা করেছি, এ নিয়েই আজকের বৈঠক।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দাম অব্যাহতভাবে বাড়ছে। খরচ বাড়ছে। আমরা আশা করছি, পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।’
কৃষি মন্ত্রী বলেন, ‘আমাদের মনে হচ্ছে, জুন পর্যন্ত সারে ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই ভর্তুকি কোথায় থেকে আসবে... তারপরও সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষির ভর্তুকি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, কৃষিসচিব মো. সায়েদুল ইসলমাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এনএইচবি/এসএ/