জাপানে স্বাস্থ্যকর্মী পাঠাল ইউনিভার্সেল ট্রেনিং ইনস্টিটিউট
বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ট্রেনিং ইনস্টিটিউট ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এসএসডব্লিউ প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থী সাইফুল্লাহ জাপানে যাচ্ছেন। পাঁচ বছর মেয়াদি ইয়াসাকি হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য তিনি জাপান যাবেন।
আজ সোমবার (১১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের কক্ষে এক অনুষ্ঠানে সাইফুল্লাহর হাতে সরকারি সনদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর উপস্থিতিতে এ সনদ হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, মহাপরিচালক মোহাম্মদ শহিদুল আলম, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেনিং কো-অর্ডিনেটর শফিউল হক, প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর শাহেদ হোসেন ও হেড অব গ্রাফিক্স ফরহাদ হোসেন। বিজ্ঞপ্তি
এসএ/