রাশিয়ার সঙ্গে এখনো বাংলাদেশের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে: পররাষ্ট্রসচিব
রাশিয়ার সঙ্গে এখনো বাংলাদেশের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব। যুক্তরাষ্ট্রের এক সপ্তাহের সফর শেষে দেশে ফেরেন পররাষ্ট্রসচিব।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক আখ্যায়িত করে পররাষ্ট্রসচিব বলেন, এ সম্পর্কের আলোকেই ইউক্রেনের সঙ্গে দেশটির যুদ্ধ নিয়ে জাতিসংঘের ভোটাভুটিতে বাংলাদেশ একটা অবস্থান নিয়েছে। কেউ চাইলেই এ সম্পর্কের পরিবর্তন আনাটা আমাদের জন্য কঠিন।
৪ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন মাসুদ বিন মোমেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ আলোচনায় এসেছে বলে উল্লেখ করেন তিনি।
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেই বলেছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, এ ইস্যুতে জাতিসংঘে তিনটি ভোট নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি।
পররাষ্ট্রসচিব বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি যে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। সেই আলোকেই আমরা একটা অবস্থান নিয়েছি। এখনো রাশিয়ার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা আছে।
রূপপুর প্রকল্পের অগ্রাধিকারমূলক প্রকল্প কেউ যদি বলে করো না, তখন আমরা বলব আমাদের অগ্রাধিকার শেষ করতে দাও, বাকিটা পরে দেখা যাবে এমন কথা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, আমরা তো বৈচিত্র্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কে আনতেই চাই। সেটা পারমাণবিক হোক, বিভিন্ন রকম বিনিয়োগ হোক, আমরা সব দেশের সঙ্গে ভালো অবস্থান রাখতে চাই।
সব দেশের সঙ্গে আমরা এক ধরনের যুক্ততা রাখতে চাই এমন অবস্থান জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, তবে এক দেশের সঙ্গে অন্যদের সম্পর্ক যদি খারাপ থাকে, সেটা যেন আমাদের সম্পর্ককে ব্যহত না করে সে রকম ইঙ্গিত যুক্তরাষ্ট্রকে দিয়েছি।
আরইউ/আরএ/