ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের চুক্তি নবায়ন নিয়ে বৈঠক
ব্রুনাই দারুসসালামে কর্মরত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশিদের চুক্তি নবায়ন নিয়ে দেশটির অর্থমন্ত্রী ইয়াং বেরহোরমাত দাতো মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।
সোমবার (১১ এপ্রিল) ব্রুনাই দারুসসালামের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, হালাল খাদ্য আমদানি-রপ্তানি, সরাসরি ফ্লাইট চালু এবং কানেকটিভিটি নিয়ে আলোচনা হয়। এ সময় হাইকমিশনার সিয়াকো (সাউথ ইস্ট এশিয়ান কর্পোরেশন অর্গানাইজেশন) সম্পর্কে ব্রুনাইয়ের অবস্থান জানতে চান হাইকমিশনার।
এ সময় অর্থমন্ত্রী পদ্মা সেতু সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ হাইকমিশনার পদ্মা সেতুর অর্থায়ন, নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিভিন্ন তথ্য দেন এবং বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান। হাইকমিশনার ব্রুনাইয়ের অর্থমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন 'অসমাপ্ত আত্মজীবনী' উপহার দেন।
আরইউ/আরএ/