পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কর্মকর্তাদের চলার পরামর্শ প্রধানমন্ত্রীর
পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সরকারে থাকা মানে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ।
তিনি বলেন, ‘সবসময় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার প্রস্তুতি থাকতে হবে। সরকারে থাকা মানে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ-এ কথা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।’
সোমবার (১১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। ২০১৯ সালের পর এটাই প্রথম নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
প্রধানমন্ত্রী এ সময় প্রশাসনিক কাজকে গতিশীল করতে কর্মকর্তাদের নির্দেশনাও দেন।
বৈঠকে মাঠ পর্যায়ে সরকারি সিদ্ধান্তগুলো যেন যথাযথভাবে পালন হয় তা তদারকি করতে বলা হয়েছে বলেও জানা গেছে।
পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এ জন্য কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান করেছেন সরকার প্রধান।
এসএম/এমএমএ/