সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে দেশ ছাড়লেন সংসদ কর্মকর্তা
নিজ দপ্তরের অধস্তন নারী সহকর্মীকে উত্যাক্ত করার অভিযোগের পর দেশ ছাড়লেন সংসদ সচিবালয়ের কমিটি শাখার অফিসার মো. রফিকুল ইসলাম।
রবিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় ওমরা হজ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওই কর্মকর্তা।
সহকর্মীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করেন সংসদ সচিবালয়ের কম্পিউটার অপারেটর পদে কর্মরত এক নারী। সামাজিক মর্যাদা রক্ষার স্বার্থে নারীর নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গত ২০ মার্চ শের-্ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ৫০ বছর বয়সী ওই নারী। বিষয়টি জানাজানির পর অভিযুক্ত রফিকুল ইসলাম তার পায়ে ধরে ক্ষমা চান এই ভুল আর করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
থানা থেকে অভিযোগ প্রত্যাহারের পর পরই আবার চেহারা পাল্টে যায় রফিকুল ইসলামের। আবারও নারী সহকর্মীকে উত্যাক্ত করতে থাকেন। রফিকুল সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এ কর্মরত। ওমরা পালনে দেশের বাইরে চলে যাওয়ায় অভিযোগকারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে হজে যাওয়ার আগেই অন্যান্য গণমাধ্যমে তিনি বলেন, ওই নারী মিথ্যা অভিযোগ করেছেন। আমি তাকে নির্যাতন করিনি শাসন করেছি মাত্র। সে অফিসে আসতে দেরি করত বলে শাসন করতাম।’
অভিযোগকারী নারী ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমার আগেও যারা এখানে কাজ করেছে তাদেরও একইভাবে হেনস্ত করেছে। অন্যরা চাকরি আর সামাজিক মর্যাদার ভয়ে বস এর বিরুদ্ধে অভিযোগ করেনি। আমিও দীর্ঘদিন সহ্য করেছি। যখন দেখছি নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে সাধারণ ডায়েরি করেছি। প্রথমে আমার স্বামীকেও কিছু বলিনি। কারণ, আমার স্বামী সংসদ সচিবালয়ে ভালো পদে চাকরি করেন তার মর্যাদা আছে।’
শের-ই-বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি নম্বর ১২৫০। রফিকুল ইসলামের অনুরোধে অভিযোগ প্রত্যাহার করার সময় বলা হয়েছিল আপাতত তদন্ত কাজ বন্ধ থাকবে। অভিযোগকারী ওই নারী বলেন, এদিন বিকাল ৫ টায় রফিকুল ইসলাম হজ করতে ঢাকা ছেড়েছেন। অভিযোগকারী নারী গত ১৪ মাস ধরে রফিকুল ইসলামের অধিনে কাজ করছেন বলে জানান। এই সময়ের মধ্যে একাধিকবার রফিকুল ইসলাম শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন।
এসএম/এমএমএ/