নৌযানে ঈদযাত্রায় এনআইডি বাধ্যতামূলক: নৌ প্রতিমন্ত্রী
ঈদযাত্রায় লঞ্চসহ অন্যান্য নৌযানের টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
টিকিট সংগ্রহের আগে এনআইডির কপি দিতে হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, কেবিন বা ডেকে হোক, লঞ্চে উঠতে গেলেই যাত্রীকে পরিচয়পত্র দিতে হবে। না হলে টিকিট দেওয়া সম্ভব হবে না। মালিক-শ্রমিক সবাই মিলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের ৫ দিন আগে থেকে সাময়িকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে ঈদের পর স্থায়ীভাবে তা কার্যকর করা হবে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর আরেকটি কারণ আছে। ইতিমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে।
স্পিড বোট রাতের বেলা চলবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রীসেবা নিশ্চিত করতে চাই। বাকিটা পরিবেশ এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে।
আরইউ/এমএমএ/