আরও কর্মী নিতে গিনিকে প্রস্তাব বাংলাদেশের
বৈধ পথে বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে ইকুয়েটারিয়াল গিনির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তাব দিয়েছেন দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইকুয়েটোরিয়াল গিনির রাষ্ট্রপতি থিয়ডরো অবিআং এনগুয়েমা এমবিএসোগোরের কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত এমন প্রস্তাব দেন। রবিবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।
করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাষ্ট্রপতি ভবনে গত বৃহস্পতিবার ইকুয়েটোরিয়াল গিনির রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করেন অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, ইকুয়েটোরিয়াল গিনিতে প্রায় ২০০ বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার, আইটি এক্সপার্ট, শিপিং এজেন্টসহ অন্যান্য পেশায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
আরইউ/এএস