‘আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়তে পারে ফায়ার সার্ভিস’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে বর্তমান সরকার নতুন আঙ্গিকে ঢেলে সাজিয়েছে। তাদের আধুনিক করা হচ্ছে। আগে আগুন ধরলে ফায়ার সার্ভিসের যেতে অনেক দেরি হতো, এখন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঝাঁপিয়ে পড়তে পারে।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, এই বাহিনীকে আগামী দিনে একটি সুদক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষিত, আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ নিয়ে বর্তমান সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আগে আগুন ধরলে ফায়ার সার্ভিসের যেতে অনেক দেরি হতো, এখন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঝাঁপিয়ে পড়তে পারে।
এ সময় মন্ত্রী বলেন, সার্ভিসের একাডেমিক কাজ চলছে, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গীবাদ উৎপাটনের ক্ষেত্রে ফায়ার সার্ভিস কাজ করছে। জঙ্গী দমনের ক্ষেত্রে দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর সদস্যদের অবদান রয়েছে। তারা অগ্নি নির্বাপন, দুর্যোগ মোকাবিলা, রোড এক্রিডেন্ট, জঙ্গী দমনসহ যে কোন দুর্যোগ মোকাবিলায় কাজ করছে।
বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে।
কেএম/আরএ/