শুক্রবার নাগাদ গ্যাস সংকট কেটে যাবে
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা নাগাদ গ্যাসের সংকট কেটে যাবে। ইতিমধ্যে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ৬টি কূপের মধ্যে ৫টিতেই উৎপাদন শুরু হয়েছে। এ ছাড়া ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গোও চট্টগ্রামে পৌঁছেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।
সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাতে এলএনজি ভর্তি কার্গো থেকে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। এ ছাড়া আরও একটি কার্গো আগামীকাল শুক্রবার (৮ এপ্রিল) সামিটের টার্মিনালে আসার কথা রয়েছে। কাজেই শুক্রবার আরও গ্যাস গ্রিডে যুক্ত হবে।
গত রবিবার (৩ এপ্রিল) রাতে গ্যাস উত্তোলনের সময় বিবিয়ানার একটি কূপ থেকে বালি উঠতে থাকে। ফলে ছয়টি কূপ বন্ধ করে দিতে হয়। ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট সৃষ্টি হয়। মোট কূপের সংখ্যা ২২টি। এখন মাত্র একটি কূপ বন্ধ আছে।
পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, এলএনজি দিয়ে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি মেটানো যেত। কিন্তু পেট্রোবাংলার কাছে এই পরিমাণ এলএনজির সরবরাহ ছিল না। একারণেই এই সংকট সৃষ্টি হয়েছিল। এখন বিবিয়ানার বন্ধ ৬ কূপের ৫টিই উৎপাদনে এসেছে। আবার এলএনজি এসে গেছে।
আরইউ/এমএমএ/