মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও খুনি রাশেদকে ফেরত চান পররাষ্ট্রমন্ত্রী
র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে মার্কিন আইনপ্রণেতাদের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন সিনেটর চাক শুমারের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ।
এছাড়া, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন।
এরপর হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি), সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চ (এনবিআর)।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটন সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, নাহিম রাজ্জাক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আরইউ/