সংবিধান লঙ্ঘনকারীরা সংবিধান পড়াচ্ছেন: জিএম কাদেরকে প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের সংবিধানের মৌলিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিতে যেয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
তার জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় উপনেতা সংবিধান পাঠদান করাচ্ছেন। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য হলো এমন একটা দলের কাছ থেকে সংবিধানের বিষয়ে শুনতে হচ্ছে যে দলটি ক্ষমতায় এসেছিল সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, মার্শাল ল’ জারি করে। মার্শাল ল’র মাধ্যমে যাদের জন্ম, যার নেতা ক্ষমতায় দখল করেছিল তখনকার রাষ্ট্রপতিকে বিদায় দিয়ে সেনাপ্রধান তিনি হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান তার কাছ থেকে আজকে আমাদের সংবিধান শিখতে হচ্ছে।
বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ কথা বলেন। এর আগে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ঢাকার যানজট নিয়ে প্রশ্ন তুললে তার জবাবে সংসদ নেতা এ কথা বলেন।
জিএম কাদেরকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, যে সংবিধান একেবারে স্থগিত করে দিয়ে ক্ষমতায় এসেছিল অসাংবিধানিকভাবে, সংবিধান লংঘন করে, সেনা আইন লংঘন করে, আর্মি রুলস লঙ্ঘন করে তার কাছ থেকে সংবিধানের ব্যাখ্যা শুনতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য।
তিনি বলেন, ‘বিএনপি-জাতীয় পার্টি, এরা যখন ক্ষমতায় ছিল তখন বিদেশ থেকে ১০ টাকার জিনিস ২০ টাকা দিয়ে ক্রয় করে বাকি ১০ টাকা পকেটে ঢোকাতো, কমিশন খেত। অর্থাৎ কোনো টার দাম যদি ১৩০ মিলিয়ন হত, সেটাকে ১৫০ মিলিয়ন ডলারে কিনে ২০ মিলিয়ন তাদের পকেটে যেত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা হয় না বরং দাম কমিয়ে জনগণের কাছে কম দামে দিচ্ছি।’
সংসদ নেতা বলেন, ‘একে তো করোনা তার উপর ইউক্রেনের যুদ্ধ। ইউরো টেলিভিশনের মাধ্যমে আমি ইউরো নিউজ দেখছিলাম। সমস্ত ইউরোপে সাড়ে ৭ ভাগের উপরে ইনফ্লেশন। কোনো কোনো দেশে ৮০ ভাগ পর্যন্ত ইনফ্লেশন হয়েছে। সেখানে বাংলাদেশে এখনো ছয় ভাগের নিচে আছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এত কিছুর মধ্যেও অর্থনৈতিতে আমরা যথেষ্ট শক্তিশালী অবস্থান ধরে রেখেছি। বাংলাদেশ এখন বিশ্বের ৩১তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে এখনো টিকে আছে। আমরা সেভাবেই থাকতে চাই।’
সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়ে অনেকে বক্তব্য রেখেছেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ৭০ অনুচ্ছেদ আছে বলেই রাজনীতিতে স্থিতিশীলতা আছে, ভারসাম্য আছে, এটা হল বাস্তবতা। অন্য পথে যারা ক্ষমতা দখল করতে চায় তাদের অনেকে সংবিধানে ৭০ অনুচ্ছেদ কেন সেটা নিয়ে প্রশ্ন তোলে। ৭০ অনুচ্ছেদ দিয়ে যে বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাখা হয়েছে এটাই বাস্তব। অবৈধভাবে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হবে সেটাও সংবিধানে দেওয়া আছে।
এসএম/এমএমএ/