উচ্চবিত্ত ছাড়া দেশে আর কেউ ভালো নেই: সংসদে জিএম কাদের
দ্রব্যমূল্যের কারণে উচ্চবিত্ত ছাড়া আর কেই ভালো নাই বলে দাবি করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, ‘সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বহির্বিশ্বে কিছু জিনিসের দাম বাড়লেও তার প্রভাব আমাদের দেশের বাজারে পড়ার কথা নয়। মানুষের গড় আয় বাড়লেও সব ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। বেকারত্বও বাড়ছে।’
বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা এ কথা বলেন।
বিরোধী দলীয় উপনেতা বলেন, উন্নয়নের নামে রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য করে ফেলা হচ্ছে। অপরিকল্পিতভাবে উন্নয়নের কাজ করার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তিকে পুঁজি করে কিছু সুবিধাভোগী মানুষ দুর্নীতি করে এই মেগা প্রজেক্ট থেকে সুবিধা নিচ্ছে।
এ সময় তিনি সড়ক দুর্ঘটনা, শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেন। সমন্বয়হীন এই উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পার্শ্ববর্তীদেশ শ্রীলঙ্কাকার মত অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
এসএম/এমএমএ/