উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতা পরিহার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতা পরিহার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে।
সভায় ১২ হাজার ১৭ কোটি টাকা ব্যয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাক্তার শামসুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
প্রধানমন্ত্রীর অনুশাসন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম স্থাপনের নির্দেশনা দিয়েছেন। ৪৪৩ কোটি টাকা ব্যয়ে সমুদ্র বিজ্ঞান গবেষণার জন্য একটি ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো প্রকল্পে পানিসম্পদ বিভাগকে আরও দ্রুত কাজ করতে হবে। ধীরে কাজ করলে এক কাজ শেষ করার আগেই পুরোনো অন্য কাজ ভেঙে যায়। এজন্য আরও দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে। দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার জনগণের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করে। তবে বিশ্ববাজার, উন্নয়ন সংস্থা ও জনগণের কথা বিবেচনা করে সেখানে সরকার উন্নয়ন কাজে ব্যয় করে। উদ্দেশ্য একটাই অতি দ্রুত টেকসই উন্নয়ন।
শ্রীলংকা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অপ্রয়োজনে কোনো খরচ করি না। আমরা সরাসরি জনগণের কথা বিবেচনা করে খরচ করি। তবে শ্রীলংকার মতো অবস্থা যাতে না হয় তা আমরা বিবেচনায় রাখছি। সেটা যত্ন সহকারে দেখছি।
জেডএ/এসএন