রাশেদ চৌধুরীর কারণে আইনের শাসন প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
'বঙ্গবন্ধুর একজন খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের লুকিয়ে আছে। আমরা তাকে ফেরত চাই। তার কারণে আমাদের উভয় দেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে।'
ওয়াশিংটনে রবিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে গুরুত্ব দেয়। কিন্তু একজন খুনি এখানে পালিয়ে আছে। তাকে আইনের আওতায় আনতে না পারা আসলে এই আইনের শাসনকে প্রশ্ববিদ্ধ করে। তাই আমরা রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চাই।
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। একারণেই তারা যা ইচ্ছা বলতে পারে আমাদের। তাই র্যাবের ওপর নিষেধাজ্ঞা আসলে কোনো সংকট নয়।
ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস, গ্রিন এনার্জি ও ইলেকট্রিসিটি খাতে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর আপনাদের পাশে পেয়েছি। আগামী ৫০ বছরও পাশে পেতে চাই।
আরইউ/এএস