টিপ পরা নিয়ে হেনস্তা
পুলিশদের সংবেদনশীল করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান আসকের
‘টিপ পরা নিয়ে’ নারী শিক্ষককে লাঞ্ছিত করার জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন ও সালিশ কেন্দ্র (আসক) দাবি জানিয়েছে। একইসাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মানবাধিকার, সমানাধিকার, বৈষম্যহীনতা ও বৈচিত্র্যতার বিষয়ে যথাযথভাবে সংবেদনশীল করে তুলতে দ্রুততার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আসক।
সংবাদ মাধ্যমে সোমবার (৪ এপ্রিল) পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, রাজধানীর ফার্মগেট এলাকায় টিপ পরা নিয়ে এক নারী শিক্ষককে লাঞ্ছিত করার জন্য অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। আসক উক্ত নারী শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২ এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে তেজগাঁও কলেজের একজন নারী প্রভাষক ‘টিপ পরার কারণে’ একজন পুলিশ সদস্য দ্বারা লাঞ্ছিত হন। শুধু তাই নয়, ভুক্তভোগীর অভিযোগ, উক্ত পুলিশ সদস্য তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। তিনি এমন অযাচিত আচরণের প্রতিবাদ জানালে তাকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়। জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এরূপ আচরণ ন্যাক্কারজনক এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের আচরণ সংবিধানে ও অন্যান্য মানবাধিকার সংক্রান্ত দলিলসমূহে বর্ণিত নারীর স্বাধীনতা ও অধিকারের চরম লঙ্ঘন। একইসাথে এমন আচরণ নারীর ব্যক্তি স্বাধীনতা, সাংস্কৃতিক অধিকার, চলাচলের স্বাধীনতা, সাজ ও পোশাকের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। আসক দ্রুততার সাথে এ ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।’
এপি/