ডায়রিয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে
রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কয়েকদিনের তুলনায় আজ কিছুটা কমেছে। গত কয়েকদিন ডাইরিয়া আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন একাধিক চিকিৎসক।
সোমবার (৪ এপ্রিল) আইসিডিডিআরবির চিকিৎসদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল হাসপাতালে প্রতি ৩ মিনিটে একজন রোগী আসলেও তা আজ কমে গেছে। ঢাকা ও আশপাশের এলাকায় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। প্রতিদিন হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে আইসিডিডিআরবি হাসপাতালে।
গত মঙ্গলবার ( ২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার টানা তিন দিন দৈনিক ১৩শর বেশি রোগী আসে এই হাসপাতালে। শুক্রবার রোগী কিছুটা কমে, সেদিন ১২৭৪ জন রোগী ভর্তি হয়। শনিবারও ভর্তি হয় ১২৭৪ জন। তবে রবিবার রাত থেকে রুগীর সংখ্যা অনেক কমে গেছে।
আইসিডিডিআরবি হাসপাতাল ঢাকার সহকারী বিজ্ঞানী শহিদুল ইসলাম বলেন, এবারের রোগীর সংখ্যা অন্য বছরগুলোর তুলনায় স্বাভাবিকের থেকে একটু বেশি ছিলো। তবে, আজ থেকে (৪ এপ্রির) এর চাপ কমছে। আগের মতই রুগীর সংখ্যা স্বাভাবিক মনে হচ্ছে।
আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান ডা.বাহারুল আলম বলেছেন, গতকালের চেয়ে রুগীর সংখ্যা বেশ কমেছে, এটাই স্বস্তির। এটার ধারাবাহিকতা থাকলে সবার জন্য ভালো।
গেল ১৫ দিনের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ এক হাজার ৫৭ জন, ১৭ মার্চ ১ হাজার ১৪১ জন, ১৮ মার্চ ১ হাজার ১৭৪ জন, ১৯ মার্চ ১ হাজার ১৩৫ জন, ২০ মার্চ ১ হাজার ১৫৭ জন, ২১ মার্চ ১ হাজার ২১৬ জন, ২২ মার্চ ১ হাজার ২৭২ জন, ২৩ মার্চ ১ হাজার ২৩৩ জন, ২৪ মার্চ ১ হাজার ১৭৬ জন, ২৫ মার্চ ১ হাজার ১৩৮ জন রোগী ভর্তি হয়েছিলেন।
এছাড়া ২৬ মার্চ ১ হাজার ২৪৫ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন, ২৮ মার্চ ১ হাজার ৩৩৪ জন, ২৯ মার্চ ১ হাজার ৩১৭ জন, ৩০ মার্চ ১ হাজার ৩৩১ জন, ৩১ মার্চ ১ হাজার ২৮৫ জন, ১ এপ্রিল ১ হাজার ২৭৪ জন এবং ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ৮৬১ জন রোগী ভর্তি হয়েছিলেন।
কেএম/কেএফ/