টাকা ও রুবলের বিনিময় নিয়ে আলোচনা করছে ঢাকা-মস্কো

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মানতিৎস্কি। একই সঙ্গে ঢাকা ও মস্কো রুবল ও টাকার বিনিময় নিয়ে আলোচনা করছে বলেও জানান তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের এক মাস পূর্তিতে ঢাকার রাশিয়া দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা জানান।
আলেক্সান্ডার ভি মানতিৎস্কি বলেন, ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য আছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে। এর বেশিরভাগই তৈরি পোশাক।
চট্টগ্রামে ১৬৬ কন্টেইনার তৈরি পোশাক আটকে আছে জানিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এগুলো নিয়েও বাংলাদেশ সরকারের সঙ্গে কথা চলছে।
আলেক্সান্ডার ভি মানতিৎস্কি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টার সহযোগী।
বাংলাদেশকে এশিয়ান ন্যাটো কোয়াডে যোগ দিতে চাপ দিচ্ছে আমেরিকা- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এতে হস্তক্ষেপ করি না।
আরইউ/এসএন
