বুধবার, ৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

র‌্যাব মানবাধিকার লুণ্ঠন নয়, রক্ষা করে

র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন।

একটি চুরির ঘটনা উদঘাটন নিয়ে শনিবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান নিয়ে র‌্যাবের প্রতিক্রিয়া জানাতে তিনি এ মন্তব্য করেন।

বন্দুকযুদ্ধের প্রসঙ্গে মঈন বলেন, ‘বিভিন্ন সময় গুলিবিনিময় বা ক্রসফায়ার নিয়ে অভিযোগ ওঠে। আত্মরক্ষার অধিকার আইন দিয়েছে। মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযানে আমরা যখন প্রতিরোধের শিকার হয়েছি, যখন গুলি চালিয়েছে, তখনই আমরা গুলি করেছি। গুলি বিনিময়ে অফিসার ও বিভিন্ন সদস্য শহীদ হয়েছেন।’

বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সরকার। সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান নিয়ে র‌্যাবের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। সে ধারাবাহিকতায় কমান্ডার মইন বলেন, ‘র‌্যাবের মতো মানবিকতা বিশ্বের খুব কম বাহিনী দেখিয়েছে। র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে।’

এখন পর্যন্ত নিষেধাজ্ঞা বিষয়ে যা জানা গেছে তার সবই গণমাধ্যম থেকে পাওয়া উল্লেখ করে মঈন আরও বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরকারের অবস্থান জানাবে।’

নিজদের অর্জন তুলে ধরে আল মইন বলেন, ‘মানবাধিকার রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের লে. কর্নেল আজাদসহ ২৮ জন জীবন দিয়েছেন। মানবাধিকার রক্ষা ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে র‌্যাবের এক হাজারের অধিক সদস্যের অঙ্গহানি হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দুই হাজারের বেশি সদস্য বিভিন্নভাবে আহত হয়েছেন।’

সুন্দরবন জলদস্যুমুক্ত করতে র‌্যাবের তৎপরতার কথা স্মরণ করিয়ে দিয়ে আল মইন জানান, র‌্যাবের উদ্যোগে সুন্দরবন জলদস্যুমুক্ত হয়েছে। ৩৬টি বাহিনীর ৩২৬ জন আত্মসমর্পণ করেছেন। জঙ্গিবাদ দমনেও র‌্যাব কাজ করেছে। তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। জলদস্যুদের ঘর বানিয়ে দিয়েছে, গরু দিয়েছে, সুস্থ জীবনে ফিরে আসার জন্য যা করা দরকার সব করেছে র‌্যাব। বিশ্বের খুব কম বাহিনীই এত মানবিকতা দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাবেই প্রথম ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়, যেন কোনো মাদকাসক্ত এই বাহিনীতে ঢুকতে না পারে। করোনার সময় যখন ছেলে বাবাকে কিংবা বাবা ছেলেকে ফেলে গেছেন র‌্যাব হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে এসেছে।’

এনএইচ/এএন

Header Ad
Header Ad

নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি: অর্থ উপদেষ্টা  

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত

নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায় কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

ব্যবসা-বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে এমনটা জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।’

উপদেষ্টা বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

Header Ad
Header Ad

জোটে যাবে না এনসিপি, ৩০০ আসনে দেবে প্রার্থী

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। এছাড়া, দলীয় নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে।

আজ বুধবার একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এনসিপির নেতারা এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর প্রতীক নির্ধারণ করা হবে।

জাতীয় নির্বাচনে কারও সঙ্গে জোট করবে না এনসিপি। তবে ছোট দলগুলোর জন্য এনসিপির সঙ্গে জোট গঠনের সুযোগ থাকবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।”

Header Ad
Header Ad

ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

সাবেক বিচারপতি মানিক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকালে আসামি মানিককে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি জানান, সাবেক বিচারপতি মানিক সরকারের পতনের পর দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কয়েক লাখ টাকার বিনিময়ে পালানোর চেষ্টা করলেও প্রতারিত হন এবং জনগণের হাতে আটক হন। পরে তাকে জঙ্গলে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

তবে আসামি মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। এ সময় আসামিদের এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজিদের মা বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন, যেখানে সাবেক বিচারপতি মানিকের নাম রয়েছে।

গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেফতার হন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি: অর্থ উপদেষ্টা  
জোটে যাবে না এনসিপি, ৩০০ আসনে দেবে প্রার্থী
ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক
শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার
শিগগিরই গঠন করা হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, রাবির ছাত্রলীগ নেতা আটক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক
নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প
লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক নিষিদ্ধ  
কেমন ছিল প্রিয় নবীজির (সা.) ইফতার (ভিডিও)
বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান  
রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার
গুলশানে তল্লাশির নামে তছনছ-ভাঙচুরের ঘটনায় ৩ জন আটক  
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান  
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব
শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু  
পাকিস্তানের প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে, জানালেন ধন্যবাদ
১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ রাবি শিক্ষার্থীদের