দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের

ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে জানুয়ারীর প্রথম দিন থেকেই দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুশিয়ারি দিয়েছেননিরাপদ সড়ক ও হাফ পাশ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১১ ডিসেম্বর) নিরাপদ সড়ক ও হাফ পাসসহ ১১ দফা দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ফুটপাতে মানববন্ধনকালে এমন হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, শ্রমিকসহ নানা পেশাজীবী অংশগ্রহণ করেন।
শনিবার বিকেল চারটার কিছু পরে অনুষ্ঠিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বরাবরের মতো এই মানববন্ধনের নেতৃত্বে দেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।
নভেম্বরের শেষদিকে নটরডেম কলেজের সামনে ও রামপুরায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। মোট ১১দফা দাবিতে শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছেন।
আরইউ/
