শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আমাদের সিস্টেমে কেউ ইচ্ছে করলেই গুলি করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কি কারণে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে সেই প্রতিদেবনটা আমার টেবিলে এখনও আসেনি। প্রতিবেদন পেলে আমরা আমাদের অবস্থান জানাব। তবে আমাদের সিস্টেম কিন্তু অনেক সুন্দর। আমাদের এখানে কেউ ইচ্ছে করলেই ক্রসফায়ার বা গুলি করতে পারে না।’

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে তলব করেছন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে। সেই প্রতিবেদনটা আমার টেবিলে এখনও আসেনি। সেটা আমাকে দেখতে হবে তারা কেন, কিভাবে, কি কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে। সেটা না দেখে পুরো মন্তব্য করতে পারব না।’

তবে তিনি বলেন, ‘আমি যতটুক শুনেছি, এই নিষেধাজ্ঞা যে কারণে দিয়েছে, সেসব কারণে আমাদের দেশে যতগুলো ঘটনাই ঘটেছে, সবগুলোর একটা জুডিশিয়াল তদন্ত হয়। একজন ম্যাজিস্ট্রেট সেটা চেক করেন, যে অ্যাকসিডেন্টটা হলো এই অ্যাকসিডেন্টের পেছনের কারণগুলো যথাযথ ছিল, নাকি গাফিলতি ছিল। আমরা যেখানে কোনো গাফিলতি পাই সেখানে কিন্তু তার বিরুদ্ধে মামলা চালু হয়ে থাকে। গাফিলতি না থাকলে সেখানেই ক্লোজড হয়ে যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সিস্টেম কিন্তু সুন্দর। এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রসফায়ার বা ইচ্ছে করে গুলি করতে পারে না। ওইসব ঘটনার পেছনে যেসব যথাযথ কারণ ছিল বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, সেসব ঘটনা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই চলছে।’

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ অভিযোগে র‍্যাবের সাবেক প্রধান, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
এই তালিকায় বেনজীর আহমদের সঙ্গে কক্সবাজারে র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের নাম এসেছে। নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হওয়ায় বেনজীর আহমদ ও মিফতা উদ্দিন আহমেদ এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় টেকনাফের পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে ‘বিচার বহির্ভূতভাবে হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততরার জন্য’ তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সেখানে আলাদাভাবে বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার নাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় যে ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, সেখানে বাংলাদেশের এলিট ফোর্স র্যাব এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ছাড়াও সাবেক ও বর্তমান আরও পাঁচ কর্মকর্তার নাম রয়েছে।

ওই পাঁচ কর্মকর্তা হলেন–র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স মোহাম্মদ আনোয়ার লতিফ খান।

এসএম/এসএ/

Header Ad
Header Ad

রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে ঘন কুয়াশার কারণে ৬টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর চালকরা দৃষ্টিসীমা হারিয়ে ফেলেন এবং একের পর এক সংঘর্ষ ঘটে। এতে কয়েকটি বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিতর্ক  যেনও পিছু ছাড়ছেনা। এবার এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশত‍্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।

এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ এখনো প্রমাণিত না হলেও বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।

 দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

এ ব‍্যবস্থা অবশ‍্য আপৎকালীন। দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত‍্যাগের ওপর সতর্কতা তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী।

এনামুল একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

 

 

Header Ad
Header Ad

গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের সংগীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর গানে ফিরেছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন।

এ সময় গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন এ সংগীতশিল্পী। তিনি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সংগীতশিল্পী দিঠি আনোয়ার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একই মঞ্চে শনিবারও তার গান পরিবেশন করার কথা ছিল।

দিঠি আনোয়ার গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি শঙ্কামুক্ত। অনেক দিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানান দিঠি আনোয়ার।

এদিকে মা সাবিনা ইয়াসমিনের অসুস্থতার জানিয়ে মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন বলেন, মায়ের সঙ্গে তার কথা হয়েছে। এখন মা ভালো আছে। কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা
মিয়ানমারে ছয় মাসের জন্য বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি, বিপুল অর্থ লুটপাটের অভিযোগ
নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে : ছাত্রশিবির সেক্রেটারি
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা সজিবুল হুদা সিজু গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে যাত্রীশূন্যতা, রাজস্ব হারাচ্ছে সরকার
বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ
নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ইলন মাস্ক, পরপর দুই বছর মনোনীত