প্রেস রিলিজের বাইরে যেতে হবে সাংবাদিকদের: জাফর ওয়াজেদ
‘সট প্রকিউরমেন্ট ট্রেনিং: ওরিয়েন্টেশন অব জার্নালিষ্ট’ শীর্ষক কর্মশালা।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ বলেছেন, অনেক সাংবাদিক শুধু মালিকের ব্যবসা দেখার জন্য সচিবালয়ে ঘুরাফেরা করেন। মন্ত্রী সভা, ক্রয় কমিটির প্রেস রিলিজ দেয়া হলে তা ছাপায়। সাংবাদিকদের এই প্রেস রিলিজের বাইরে যেতে হবে। সংবাদের গভীরে যেতে হবে। সরকারের ক্রয় সংক্রান্ত বিষয় জানতে হবে। তবেই ভাল প্রতিবেদন হবে।
বুধবার (০৮ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পিআইবির সম্মেলন কক্ষে ‘সট প্রকিউরমেন্ট ট্রেনিং: ওরিয়েন্টেশন অব জার্নালিষ্ট’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড. মো. সাইদুর রহমান।
পিআইবি ডিজি বলেন, সরকারের বিভিন্ন চুক্তি হচ্ছে, কেনাকেটা হচ্ছে। অনেক টেকনিক্যাল বিষয় থাকে। যা জানা না থাকলে রিপোর্ট করা সম্ভব নয়। এ জন্য সাংবাদিকদের জন্য প্রকিউরমেন্টের ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা রূপপুর পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন প্রকল্পের টেকনিক্যাল খুটিনাটি বিষয় জানতে পারে, লিখতে পারে। অপরাধ বিষয়ক সাংবাদিকদেরও এই প্রশিক্ষণ নেওয়া দরকার। কারণ তারা দুর্নীতির রিপোর্ট করে থাকে।
জাফর ওয়াজেদ বলেন, ঢাকার বাইরেও সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারাও অনেক কিছু জানতে পারছে। এর ফলে স্পট থেকে ছবি তুলে তাৎক্ষণিক নিউজ করতে পারছে।
পিআইবি আয়োজিত কর্মশালা সম্পর্কে বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের জানার ঘাটতির কারণে ঠিকাদাররা অনিয়ম করেও বেঁচে যায়। তাই কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন বিষয় সাংবাদিকদের জানতে হবে।
জেডএ/এএস