'সাপ্তাহিক ক্যাম্পাস নিউজ'-এর যাত্রা শুরু
ছবি : সংগৃহীত
শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সকল বিষয় নিয়ে যাত্রা শুরু করল সাপ্তাহিক ক্যাম্পাস নিউজ।
গত ১ ডিসেম্বর সংবাদ মাধ্যমটির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।
আনিসুল হক বলেন, ক্যাম্পাস নিউজে শিক্ষাক্ষেত্রের সঙ্গতি ও অসঙ্গতি ফুটে উঠবে। সময়ের চাহিদায় ক্যাম্পাস নিউজের এই যাত্রা শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের কল্যাণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাপ্তাহিক ক্যাম্পাস নিউজে শিক্ষার উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে মানুষের ইচ্ছার বহি:প্রকাশ ঘটাবে বলেও আশা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এ সময় ক্যাম্পাস নিউজকে সত্য প্রকাশে আপোষহীন হওয়ার নির্দেশনা দেন তিনি।
ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ হাসান জানান ক্যাম্পাস নিউজ রাষ্ট্রের ভবিষ্যত কর্ণধার শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে আপোষহীনভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আল-আমিন মোল্লা, এসইউ’র ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম, ক্যাম্পাস নিউজের নির্বাহী সম্পাদক মাহমুদ কবীর উপস্থিত ছিলেন।
এপি/এমএমএ/