মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করল জাবি ছাত্রলীগ
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসময় মতিউরের রহমানের বিরুদ্ধে নানা স্লোগানও দেন তারা।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল চারটাইয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর পৌনে তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে শামসুজ্জামান শামসকে আগামী রবিবার (২ এপ্রিল) এর মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছাড়েন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়ার পর পরই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ডেইরি গেটের ভিতরে জমা হতে থাকেন। পরে সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মতিউর রহমানের কুশপুত্তলিকা নিয়ে স্লোগান দিতে দিতে ডেইরি গেটের বাইরে ঢাকা-আরিচা মহাসড়কে যান। সেখানে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন মিলে মতিউর রহমানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন।
এরপর তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলে যান।
/এএস