জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন

প্রথমবারের মতো জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে ক্লাব প্রাঙ্গণ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের কাবাব ঘরের বাগানে শুরু হয় শীত উৎসব। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উৎসবের উদ্বোধন করেন।
এর পরপরই শুরু হয় বাউল গান। গান পরিবেশন করে মনিকা দেওয়ান ও তার দল এবং দেলোয়ার বয়াতি ও তার দল। তাদের মন মাতানো সব পরিবেশনার সঙ্গে সঙ্গে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেন। গান পরিবেশনার সময় ক্লাব সদস্যদের জন্য ছিল পিঠার আয়োজন। নানারকম পিঠা খেয়ে ও নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেন তারা।
উৎসবে দেওয়া বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজকে সত্যিই ভালো লাগছে। শীতের এই সুন্দর সকালে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তাতে আমি সত্যিই অভিভূত। আপনাদের এই অংশগ্রহণ আগামীতে এমন আরও আয়োজনে আমাদেরকে উৎসাহিত করবে। ভবিষ্যতে আমরা এরকম আরও আয়োজন করব আশা করি।
তিনি আরও বলেন, এই প্রেস ক্লাব আপনাদের। আমরা শুধু আপনাদের এই ইচ্ছাগুলো পূরণের চেষ্টা করব। আশা করি আপনারা সব সময় পাশে থাকবেন।
এনএইচবি/এসজি
