বিপদজনক অবস্থায় আছি: মতিউর রহমান চৌধুরী
মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ‘সেলফ সেন্সরশীপ যেখানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সেখানে কি বলব, কিছুই বলার নেই।’
তিনি বলেন, ‘মালিকদের সমস্যা নেই সমস্যা সাংবাদিকদের মধ্যে। সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। বিভাজন থাকলে সমস্যার সমাধান সম্ভব নয়। দিন বদলায় আইন বদলায়, শাসন বদলায়।’
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শনিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনের চামেলী হাউজে এ আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ।
মতিউর রহমান চৌধুরী আরও বলেন, ‘শ্রীলংকার আজ সাংবাদিকতা স্বাধীন, তারা পারে। এই দেশে আমাদের যদি কিছু করতে হয় বক্তব্য সেমিনারে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হয়-বিপদজ্জনক অবস্থায় আছি। দেখছি দেখছি না, শুনছি শুনছি না, লিখছি লিখছি না। আবার একজন লিখলে অন্যজন বলে দেখছেন কী লিখেছে। এরপর শুরু হয়ে যায় অ্যাকশন।’
তিনি বলেন, ‘ভয় পাই কারণ বলতেও পারি না, লিখতেও পারি না। ভয়কে জয় করতে সম্মিলিত প্রচেষ্টা লাগবে, নতুবা এ ভয় যুগ যুগ ধরে থাকবে।’
সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নোয়াব’র সভাপতি এ কে আজাদ, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, অপর অংশের সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।
এমএইচ/এমএমএ/