কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পাচোরা-হায়দ্রাবাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া সরকার বাড়ির মোশাররফ হোসেন সরকারের ছেলে। তিনি ‘কুমিল্লার ডাক’ নামে স্থানীয় পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়াও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি হিসেবেও কিছুদিন কাজ করেন বলে জানা যায়।
গুলিতে মহিউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন। তবে তার হত্যার কারণ কিংবা এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত সেই ব্যাপারে সুনিশ্চিত তথ্য জানাতে পারেনি কেউ।
ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিজিবির প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছি। ঘটানাটি একেবারে ভারত সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বিষয়টি সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন এক সহযোগীসহ মোটরসাইকেলে করে পাচোরা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। সেখান থেকে আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় রাব্বী ও রুবেল নামে দুই যুবকের মাধ্যমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বিজিবি সদস্যরা। এরপর রাত সাড়ে ১০টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাব্বী জানান, গুলিবিদ্ধ মহিউদ্দিনকে বিজিবির সহযোগিতায় হায়দ্রাবাদ নগর থেকে মোটরসাইকেলে করে শংকুচাইল বাজারে নিয়ে আসি। সেখান থেকে একটি সিএনজিতে করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনি।
নিহতের প্রতিবেশী দুদক কুমিল্লার সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া সাংবাদিকদের জানান, রাতে পাচোরা এলাকা থেকে তাকে ফোন করে জানিয়েছে যে সীমান্ত এলাকার চোরাকারবারি রাজু ও তার সহযোগীরা মহিউদ্দিনকে গুলি করে হত্যা করেছে।
এসআইএইচ
