ডিআরইউতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী উৎসব আয়োজন করে। উৎসব কর্মসূচিতে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র, শিশু চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও রাত ১২টা ১ মিনিটে আতশবাজি।
কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব।
ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।
ডিআরইউ সদস্য সন্তানদের চিত্রাঙ্কন উৎসব প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘শিশু-কিশোরদের মেধা বিকাশে আজকের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু রিপোর্টার নিয়ে নয়, নতুন প্রজন্ম সত্যিকার অর্থে বাঙালি হয়ে উঠুক এ বিষয় নিয়েও কাজ করছে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পাঁচ হাজার বছরের ইতিহাসে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার নেতৃত দিয়েছেন বঙ্গবন্ধু। স্বাধীনতার ইতিহাসে অনেক বিভ্রান্তি ছড়ান হয়েছে, এখনও হচ্ছে।’ এ সময় তিনি শিশু-কিশোরদের সঠিক ইতিহাস জানাতে হবে বলেও উল্লেখ করেন।
চিত্রাঙ্কন উৎসবে ৪০জন শিশু অংশ নেন। অনুষ্ঠান শেষে তাদের শুভেচ্ছা সনদ ও উপহার দেওয়া হয়।
এপি/