ডিআরইউ’র সদস্যদের জন্য এমআরডিআই’র ৩ দিনের প্রশিক্ষণ
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
গত ৩ এপ্রিল থেকে সিসিডিএম হোপ সেন্টারে শুরু হওয়া তিনদিনব্যাপী (৩-৫ এপ্রিল) এ আবাসিক প্রশিক্ষণে ১৩জন সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ফোজো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভার্সিটি, সুইডেনের ‘ইমপ্রুভিং কোয়ালিটেটিভ জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও এমআরডিআই’র আইকিউজেবি প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ম্যানেজার সানাউল হক দোলন।
গত বছর ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাভেল হায়দার চৌধুরী, আলমগীর হোসেন, কাজী এমাদ উদ্দীন জেবেল, মো. ফরিদ উদ্দিন আহমেদ, স্মৃতি মন্ডল, মো. শাহজাহান মোল্লা, এম এইচ রবিন, ফারহানা ইয়াসমিন (জুঁথি), রহিম শেখ, আব্দুল হালিম (আদিত্য রিমন), ফারহানা নীলা, মো. আবু সাঈদ (সাঈদ শিপন) ও মৌসুমী ইসলাম এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, এমআরডিআই অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু), গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজিএন) রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা এ প্রশিক্ষণের মোট ১১টি সেশন পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২৯৬ জন সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ।
এমআরডিআই’র সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনো আবাসিক প্রশিক্ষণ আয়োজন করে ডিআরইউ।
এসএম/এমএমএ/