ডিইউজের নতুন সভাপতি সোহেল, সম্পাদক আকতার
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী (যায়যায়দিন) এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন (আরটিভি)।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে জানা যায়, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী (যায়যায়দিন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন (আরটিভি)। তিনি পেয়েছেন ৭৩৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে এম এ কুদ্দুস ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মোজাম্মেল হক পেয়েছেন ৪১৩ ভোট। সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেমায়েত হোসেন পেয়েছেন ৫১৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছাদুজ্জামান পেয়েছেন ৪২৫ ভোট।
৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেলী চৌধুরী পেয়েছেন ৪৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুজতবা ধ্রব পেয়েছেন ৭৮৬ ভোট। আইন বিষয়ক সম্পাদক পদে এসএম সাইফ আলী ১ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি এম মাসুদ ঢালী পেয়েছেন ৪৫২ ভোট। দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ পারভীন এলিস পেয়েছেন ৬৩৯ ভোট। কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সমীরণ রায় পেয়েছেন ৫৫২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাকিলা পারভিন। তার প্রাপ্ত ভোট ৮৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী এম জহিরুল ইসলাম পেয়েছেন ৫৯১ ভোট। নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপা ঘোষ পেয়েছেন ৫৩৪ ভোট।
নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভোটের ক্রম অনুযায়ী- মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন।
এসএম/এনএইচবি/আরএ/