সাংবাদিক আবুল বাশার নুরুকে শেষ বিদায়
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরুকে শেষ বিদায় জানিয়েছেন সংবাদ মাধ্যমের সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ প্রাঙ্গণে জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিকাল ৪.৩০টায় ডিআরইউ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় আবুল বাশার নুরুকে শেষ বিদায় জানানো হয়। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে প্রয়াতের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে আবুল বাশার নুরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু রিপোর্টিংয়ে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু সহজ-সরল মানুষ ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গন নিশ্চয়ই শূন্যতা অনুভব করবে।’
জানাজা নামাজ শেষে নুরুর মরদেহ তার ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
আজ শুক্রবার (১৮ মার্চ) সকালে আব্দুল্লাপুরের নিজ বাসায় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে আবুল বাশার নুরুকে রাজধানীর উত্তরায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুর জন্ম ১৯৬৫ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সংবাদ কাভার করতেন তিনি।
এপি/