সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-৩৭

নেই দেশের নাগরিক

“শুধু কী আর এই ত্রিপলে জমে থাকা পানি, ক্ষমতা থাকলে আস্ত ‘আশ্বিনের ঝড়’টাকেই গুলি করে মেরে ফেলতাম। সর্বনেশে ঝড় কোত্থেকে এসে চালচুলোহীন অসহায় মানুষগুলোকে জানের নাজেহাল করে দিয়ে গেল! কত মানুষ যে মাটিতে মিশে গেল তার ইয়ত্তা নেই!” মুখটা ক্ষোভে হিংসায় দীর্ণ হয়ে ওঠে সাদ্দামের। রাইফেলের নলটাকে আরও একবার খোঁচা দিয়ে বলল, “বুলেটের নলই তো এখন আমাদের একমাত্র সম্বল। ক্ষমতার উৎস। পেটে ভাত থাক না থাক, হাতে রাইফেল থাকলেই হলো। ওতেই সব খিদে মারা পড়বে। এই বন্দুকের নলের মাথা দিয়েই তো আসবে আমাদের নিজস্ব দেশ। স্বাধীন ভিটে।“
“সে পথের শেষ যে কোথায় কে জানে!“ উদাস হয়ে ওঠে আতিফ।
“পথ খাটো না দীর্ঘ, সেসবও তো ঠিক করে দেবে এই বন্দুকের নল।“ রাইফেলটার নলটা দেখিয়ে বলল সাদ্দাম। তারপর রাইফেলটাকে আগের গোপন জায়গায় রেখে দিয়ে সাদ্দাম বলল, “আতিফ, তোর ‘ইন্টারন্যাশনাল কানেকশন’এর কী খবর?”
“এখন কিছুটা থমকে গেছে।“
“কেন!” অবাক চোখে তাকায় সাদ্দাম।
“কেন বলতে ইউনিটে বাঁধা। আমাকে এখন ওসব বাদ দিয়ে অন্য কাজে বেশি সময় ব্যয় করতে হচ্ছে।“
“এ জন্যে কে কলকাঠি নাড়ছেন? আর জে এফ’এর কেউ না অন্য কোনো ইউনিটের কেউ?”
“আইএসআই। আইএসআই মায়ানমার পার্লামেন্ট আক্রমণের জন্যে ‘স্মাইলিং ইব্রাহিম’ নামের এক নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। আর এর দায়িত্বে রয়েছেন আইএসআই’এর জুনিয়ার ফিল্ড ব্রাঞ্চ অফিসার লেফটেন্যান্ট মজিদ ভাট। এই প্রজেক্টের দায়িত্ব আমার ঘাড়ে ন্যস্ত করেছেন। আমাকে এখন ‘স্মাইলিং ইব্রাহিম’ নিয়েই মাথা ঘামাতে হচ্ছে। আমাদের তো কিচ্ছু করার নেই। আমরা তো পাশার ঘুটি মাত্র। যেভাবে চালবেন, সেভাবে চলতে হবে।“ আতিফের কথায় আক্ষেপ ঝরে পড়ে।
“কিন্তু, তুই তো ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কাজটা ভালোই করছিলি। ওতে তো আমাদের পক্ষে ভালোই সাড়া পাওয়া যাচ্ছিল। সু চি’র উপর তো ভালোই আন্তর্জাতিক চাপ আসতে শুরু করেছিল।“

‘ওঁর শান্তির নোবেল প্রাইজটা ফিরিয়ে নেওয়ার দাবিটা কেবলই জোরালো হচ্ছিল। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে চাপও আসতে শুরু করেছে। আমি মনপ্রাণ দিয়ে এই কাজটাই করতে চাইছিলাম, সু চি যে একজন ভেকধারিনী শান্তির নেত্রি, সে মুখোশটা খুলে দিতে চাইছিলাম। কিন্তু আমাকে ওকাজ থেকে বিরত করে রাখা হলো। আমাকে এখন আমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে।“
“অং সান সু চি যে কট্টর ইসলাম বিরোধী বৌদ্ধ ধর্মীয় গুরু আর সামরিক জান্তার অঙ্গুলিহেলনেই কাজ করছেন, সেটা কিছুটা হলেও আন্তর্জাতিক মহল আঁচ করতে পারছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, সু চি অহিংস মতবাদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া সত্ত্বেও, রোহিঙ্গা গণহত্যা সম্বন্ধে কেন কোনো উচ্চবাচ্চ করছেন না? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে একটাও টু শব্দ ব্যয় করছেন না? তাঁর চোখের সামনে এই নৃশংস গণহত্যা অহরহ ঘটা সত্ত্বেও কীভাবে তিনি চুপ থাকছেন? অনেকেই বুঝে গেছেন, তাঁর মুখে বুদ্ধের ভড়ং আর মনে কার্তুজের চারণ।”
“উল্টে তিনি রোহিঙ্গাদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন! বলছেন, রোহিঙ্গারা নাকি জঙ্গি! রোহিঙ্গারা নাকি তাঁর দেশের পক্ষে বিপদ!”
“তিনি যে তলে তলে ‘রোহিঙ্গা খ্যাদাও অভিযান’এর মূল চক্রী, তা মনে হয় কেউ জানেন না। আরে রোহিঙ্গারা জঙ্গি হলেও তো তোমাদের দোষেই হয়েছে, নাকি? তুমি ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেশ থেকে মেরে ধরে তাড়িয়ে দেবে, ধরে ধরে কচু কাটা করে কাটবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মরব? তুমি আমার বংশ, আমার জাত, আমার ধর্ম নিশ্চিহ্ন করে দেবে, আর আমি বীণা হাতে গান করব? চুলের মুঠি আমরাও ধরতে জানি। আমরাও জানি বন্দুকের নলকে কীভাবে কথা বলাতে হয়।“ গায়ের রগ টানটান হয়ে ওঠে সাদ্দামের।
“আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে রাষ্ট্রসংঘে দাবি তোলার চেষ্টা করেছিলাম, রাখাইন আমাদের আদিপুরুষের ভিটে। আমাদের পূর্বপুরুষরা যুগযুগ ধরে এদেশে বাস করে আসছেন। আমরা ইতিহাসের দলিলও পেশ করেছিলাম। কিন্তু সু চি’র সরকার সেসব মেনে নেয়নি। আর এসবের পেছনে ইন্ধন জোগাচ্ছে চীন।“
“রাষ্ট্রসংঘ তো আমাদের দাবি মেনে নিয়েছেন। তাঁরা তো জোর গলায় বলে দিয়েছেন, সমস্ত রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে হবে।“
“কিন্তু, জাঁদরেল মিয়ানমার সরকার কি সে দাবি এত সহজে মেনে নেবে? আদৌ মেনে নেবে না। এই তো সেদিন পাকিস্তান ঘুরে এলাম। পাকিস্তানও আমাদের দাবি মেনে নিয়েছে। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীও আমাদের পক্ষে জোরাল সওয়াল করেছেন। এমনকি রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূতও বলেছেন, সু চি’র এবার ঘুম ভাঙা দরকার। কিন্তু মায়ানমার সেনা আর সু চি, সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত না করে লাগাতার রোহিঙ্গা নিধন করেই যাচ্ছেন! তাঁদের এত সহজে জব্দ করা যাবে না।“
“সেজন্যেই তো হাতে বন্দুক তুলে নেওয়া। বাঁকা ঘাড়কে কীভাবে সোজা করতে হয়, সেটা একমাত্র বন্দুকের নলই জানে।“ সাদ্দামের কণ্ঠে বারুদ জ্বলে ওঠে। আতিফ সে বারুদে ঘি ঢালে, “বন্দুকের জবাব বন্দুকই দেবে। গোটা মিয়ানমারকে বার্মিজ সেনাদের কবর বানিয়েই ছাড়ব। সু চি ও টের পাবেন, হিংসা কাকে বলে। মৃত্যুযন্ত্রণা কী। ধ্বংসের ভয়াবহ রূপ কেমন। একবার আগুনে ভস্ম হওয়া ছাই, দ্বিতীয়বার আগুনে পুড়লে কী বীভৎস হতে পারে।“

বাইরের হিমঠান্ডা বাতাস ঝিরঝির করে ভেতরে ঢুকছে। বৃষ্টি প্রায় থামার মুখে। ছেড়ে যাওয়ার আগে ময়দা চালার মতো করে গুঁড়িগুঁড়ি করে ঝরছে। চরাচরের ক্যানভাসে দিয়ে যাচ্ছে শেষ তুলির টান। ত্রিপলের চাটায় ঘেরা ঘরের বাহিরটা যত ঠান্ডা ভেতরটা ততই গরম। আতিফ ও সাদ্দাম দুজনেই এখন তেতে ‘টং’ হয়ে গেছে। যেন ফুলকি ওঠার আগের তপ্ত বারুদ।
“ঝড়টা এবার থামল মনে হয়।“আতিফ জানালায় মুখ বাড়াল। সাদ্দাম বলল, “আমেরিকা কী বলছে? তুই তো রাষ্ট্রসংঘে ওদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছিস?”
“ওদেরও একসুর। আমেরিকা চায়, মায়ানমার রোহিঙ্গাদের দেশে ফেরাক।“
“এত আন্তর্জাতিক চাপ সহ্য করেও সু চি’র সরকার মুখে কুলুপ এঁটে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে!”
“শুধু কী কুলুপ, মুখে ঠুসি, চোখে ঠুলি আর কানে তুলো গুঁজে বসে আছে। এদের না আছে হৃদয় না আছে মন। এরা মানুষ খেকো দানব। পিশাচ অসুর। মুখে এদের নাম নেওয়াও পাপ।“ মনে মনে খিস্তি দিতে দিতে উন্মুক্ত দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে এল আতিফ। আকাশ রঙ বদলাতে শুরু করেছে। মোষের মতো কালো মেঘটা কেটে নীল বুকে একটা একটা করে ফুটছে তারা। আতিফ আকাশে একটা একটা করে যেই তারা ফুটতে দেখছে, আর অমনি কষ্টের ফাঁক দিয়ে ঠিকরানো আনন্দ তার মনে উতলে উঠছে। ভাবছে, মতিভাইরাও নিশ্চয় এতক্ষণে নিজেদের সামলে উঠছে। আমাদের নৌকোটা আবারও বৈঠা ঠেলে ভাসতে শুরু করেছে। আতিফ, আবারও মেঘ কেটে কেটে যাওয়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, “একটাই আকাশ অথচ কত তার রঙ কত তার ঢং!”
“মানুষের মনও তো এই বদলে বদলে যাওয়া আকাশের মতোই।“ পেছনে এসে দাঁড়াল সাদ্দাম।
“হ্যাঁ, ঠিকই বলেছিস।“ মাথা নড়াল আতিফ।
“সত্যি মানুষের মন মাপা কারও পক্ষেই সম্ভব নয়। কখন যে কীভাবে বদলে যায়, তা মনে হয় শরীরও জানতে পারে না!”
“আমার মনে হয়, শুধু আকাশ নয়, মানুষের মনে একটা গিরগিটিও থাকে। মুহূর্তে বদলে নেয় রঙ। এই যেমন আমাদের নেত্রী সু চি, বহির্বিশ্বে একরূপ আর নিজের দেশে আরেক রূপ! ক্ষমতায় থাকলে এক চরিত্র আর ক্ষমতায় না থাকলে আরেক চরিত্র!”
“আসলে মানুষ বিরোধী আসনে থাকলে অন্যায়ের বিরুদ্ধে যতটা হম্বিতম্বি করে, নেকড়ের মতো হামলায়, গর্জায়, ক্ষমতায় এলে ঠিক ততটায় ‘বিড়াল’ হয়ে যায়! তখন ওই যে বললি না, মুখে ঠুসি, চোখে ঠুলি পরে আর কানে তুলো গুঁজে বসে থাকা আর কী।“ সাদ্দাম ভেজা গামছাটা পাক দিয়ে চিপতে চিপতে বলল। আতিফ জিজ্ঞেস করল, “এখন বেরোনো যাই না?”
“কোথায়!” সাদ্দামের চোখে বিস্ময়।
“নাফ নদীতে। মোহনার দিকে।“
“এখন! তোর মাথা সত্যি গেছে!”
“কেন? এখন কী সমস্যা? ঝড়-বৃষ্টি তো থেমে গেছে। আকাশে তারাও ফুটতে শুরু করেছে।“
“শুধু তারা ফুটলেই হবে? মানুষের চোখ ফুটতেও তো হবে। যাদেরকে হাত করে স্পিডবোট ম্যানেজ করব, তারা যে এখন ঘুমিয়ে কাদা। হাত আর পা নিয়ে তো আর যাওয়া যাবে না? নদীর ব্যাপার। পানির ব্যাপার। এ তো আর গাছের ফল না যে হাত বাড়ালেই পাওয়া যাবে?“
“কিন্তু এখন গেলেই ভালো হতো রে। ঝড়-বৃষ্টিতে কী যে হলো, কিছুই তো বুঝতে পারছি নে।“ দুশ্চিন্তা দানা বাঁধছে আতিফের মনে। সে আশঙ্কা করছে, যে গতিতে ঝড়-বৃষ্টিটা হলো, তাতে আব্বাদের নৌকোটা কি আদৌ জলে ভেসে থাকতে পেরেছে? এই দুর্যোগে জান নিয়ে বেঁচে আছে? ঝড় যা বলছে, তাতে তাদের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। স্রোতে উল্টে তলিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আব্বার শেষ ইচ্ছেটা মনে হয় আর পূরণ হলো না! আকাশের কালো মেঘ যত কেটে যাচ্ছে, মনে আশংকার কালো মেঘ তত জমছে আতিফের। আর একদণ্ডও মন টিকছে না এখানে। মন শুধু ‘আব্বা-মা, ভাই-ভাবি’ গাহাচ্ছে।
“ওঁরা নিশ্চয় মেঘ দেখে পাড়ে নৌকো ভিড়াবেন। যদি নৌকো পার ঘেষা থাকে, তাহলে কিচ্ছু হবে না।“ বলল সাদ্দাম।

চলবে...

আগের পর্ব পড়ুন

নেই দেশের নাগরিক: পর্ব-৩৬

নেই দেশের নাগরিক: পর্ব-৩৫

নেই দেশের নাগরিক: পর্ব-৩৪

নেই দেশের নাগরিক: পর্ব-৩৩

নেই দেশের নাগরিক: পর্ব-৩২

নেই দেশের নাগরিক: পর্ব-৩১

নেই দেশের নাগরিক: পর্ব-৩০

নেই দেশের নাগরিক: পর্ব-২৯

নেই দেশের নাগরিক: পর্ব-২৮

নেই দেশের নাগরিক: পর্ব-২৭

নেই দেশের নাগরিক: পর্ব-২৬

নেই দেশের নাগরিক: পর্ব-২৫

নেই দেশের নাগরিক: পর্ব-২৪

নেই দেশের নাগরিক: পর্ব-২৩

নেই দেশের নাগরিক: পর্ব-২২

নেই দেশের নাগরিক: পর্ব-২১

নেই দেশের নাগরিক: পর্ব-২০

নেই দেশের নাগরিক: পর্ব-১৯

এসএন  

Header Ad
Header Ad

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিন সংগঠন সম্মিলিতভাবে ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর অঞ্চলে ভাগ করে এ কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দেশ্য হলো—তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি আধুনিক, মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণ প্রজন্মের মতামত ও চিন্তা সংগ্রহ করা।

প্রথম দিন: "তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ" শীর্ষক সেমিনার।
দ্বিতীয় দিন: "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ"।

সেমিনারে তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ ও উদ্যোক্তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এ কর্মসূচি বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা ও তারেক রহমানের রাজনৈতিক দর্শনের আলোকে পরিচালিত হবে।

চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ:
▪ ৯ মে — কর্মসংস্থান ও শিল্পায়ন নিয়ে সেমিনার
▪ ১০ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

খুলনা ও বরিশাল বিভাগ:
▪ ১৬ মে — শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার
▪ ১৭ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

রাজশাহী ও রংপুর বিভাগ:
▪ ২৩ মে — কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে সেমিনার
▪ ২৪ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ:
▪ ২৭ মে — তরুণদের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনা নিয়ে সেমিনার
▪ ২৮ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

মোনায়েম মুন্না বলেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তরুণদের প্রত্যাশা, মতামত ও ভাবনাকে রাজনৈতিক নীতিতে যুক্ত করে একটি জনমুখী, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে বিএনপি।

Header Ad
Header Ad

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার (২৭ ও ২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন, নেত্রকোনার কলমাকান্দা ও মদনে দুজন, সুনামগঞ্জের শাল্লায় একজন এবং চাঁদপুরের কচুয়ায় একজন প্রাণ হারিয়েছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া এলাকায় ধান কাটতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে দুজন কৃষক নিহত হন। নিহতরা হলেন নিখিল দেবনাথ (৫৮) ও জুয়েল ভূঁইয়া (৩০)।

একই জেলার বরুড়া উপজেলার খোসবাস উত্তর ইউনিয়নের পয়েলগচ্ছ গ্রামে দুপুর ১২টার দিকে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মারা যায় দুই কিশোর—মোহাম্মদ জিহাদ (১৪) ও মো. ফাহাদ (১৩)। এ সময় আবু সুফিয়ান (সাড়ে ৭) নামের একটি শিশু আহত হয় এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় সকালে বজ্রপাতে প্রাণ হারান দুই কৃষক—ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। একই সময়ে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ধানের খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফুলেছা বেগম (৬৫) নামের এক নারী।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে রবিবার রাত ১০টার দিকে বজ্রপাতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান দিদারুল ইসলাম (২৮)। তিনি একটি ইফতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আজ সকাল ৭টার দিকে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মাদ্রাসাগামী শিশু মো. আরাফাত (১০) বজ্রপাতে মারা যায়।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা যান রিমন তালুকদার। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার নাহারা গ্রামে সকালে বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশাখা রানী (৩৫)। তিনি কৃষক হরিপদ সরকারের স্ত্রী। চিকিৎসক জানান, বজ্রপাতের সরাসরি আঘাতের কোনো চিহ্ন ছিল না, শব্দের প্রভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

Header Ad
Header Ad

জামিন পেলেন মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্র পর্যালোচনা এবং মেঘনা আলমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে গত ১০ এপ্রিল মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আদালতে তাকে আটক রাখার আবেদন করলে সেটি মঞ্জুর হয়।

মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করত। এরপর এসব সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ভিকটিমদের সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো।

 

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি দেওয়ান সমির 'কাওয়ালি গ্রুপ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং 'সানজানা ইন্টারন্যাশনাল' নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এর আগে তার 'মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান ছিল।

চক্রটি 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' নিয়োগের নামে সুন্দরী ও আকর্ষণীয় মেয়েদের ব্যবহার করে সহজে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে যাতায়াতের সুযোগ তৈরি করত। উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে বড় অঙ্কের চাঁদা আদায় এবং দেওয়ান সমিরের ব্যক্তিগত ব্যবসাকে লাভজনক করা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার