রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস: পর্ব -২

স্নানের শব্দ

অফিস আর বাসার সাদামাটা সীমানার বাইরে ইদানিং নিজের একটা তৃতীয় জগত নির্মাণের খুব আকাঙক্ষা জাগে মনে মনে। বাসায় ফেরার পথে সন্ধ্যাগুলো শক্ত হাতে গলা চেপে ধরে, ইচ্ছা হয় দূরে কোনো রূপকথার জগতে চলে যাই, সমমনা বন্ধুদের সঙ্গে এক হয়ে আনন্দ করে, মাপা হাসির বদলে প্রাণ খুলে হাসে, মনের দুঃখে তাদের সঙ্গে গলা মিলিয়ে রোদন করে, পেটের ভেতর, বুকের ভেতর যে না বলা কথাগুলো গুড় গুড় করে সেগুলো আগপিছ না ভেবে কাউকে খুলে বলে একটু হাল্কা হয়ে নেয়। নারীর তো মনই নেই, তার আবার বন্ধু হবে কীভাবে? ঘরের বাইরে না গেলে বন্ধু হয়? নারী তো মা, মায়েদের কি বন্ধু থাকে? মায়েদের সবার এত কাজ, এত দায়িত্বের চাপ, তাদের সময়ের এত অভাব ...আজ মৌসুমীর ফ্ল্যাটেও কয়েকজন আসতে পারল না, কারও বাড়িতে মেহমান আসবে, কারও ছেলের পরীক্ষা, কারও শ্বশুরের মৃত্যুবার্ষিকী ...তবু যারা এলো তাদেরই বা পাওয়া যায় কোথায়?

কথাটা প্রথম উঠাল শবনমই, একটু কুন্ঠা, একটু ইতস্তত ভঙ্গীতে, একটা কাঠবাদাম চিবুতে চিবুতে,
‘আচ্ছা, তোরা নিজের দিকে তাকাস কখনো?’
‘হু, তাকাই তো, আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাই।’ সবার আগে সুরাইয়া জবাব দেয়। ওর পরনে ফুল ছাপা ম্যাজেন্টা কালারের জর্জেট শাড়ি, হাতে চিকন সোনালী ব্যান্ডের ঘড়ি, চোখে গাঢ় কাজলের সঙ্গে একগাদা ক্লান্তি লেপ্টে আছে।
‘কী দেখিস আয়নায়?’
‘কী আবার? একজন সফল ব্যাংকার নারীকে দেখি, মানে নিজেকে দেখি, নিজের চোখ, মুখ, কপাল, নাক, গাল, চিবুক। দেখি এক মধ্যবয়সিনীকে, দেখি সে খুব ক্লান্ত আর অবসন্ন। নিজেকেই হয়তো তখন প্রশ্ন করি, ওহে নারী, আয়নায় কী খুঁজো তুমি? উত্তর পাই, আয়নার ভেতর আসলে আমি আমার হারিয়ে যাওয়া তারুণ্যকে খুঁজি। কিন্তু পাই না বলে হতাশ হই। তবু কেন যেন আয়নার সেই বিষন্ন ক্লান্ত চেহারার নারীটির চোখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকতে ভালো লাগে। তার সঙ্গে গল্প করতে ইচ্ছা করে। কেন যে এমন লাগে আমার তাও তো বুঝি না। সবই তো আছে, স্বামী সন্তান, ভালো চাকরি, তবু মনে হয় কী যেন নেই, কী যেন হারিয়ে ফেললাম...’

সুরাইয়া ক্লান্ত কন্ঠে হয়তো সেই কথাটাই বলে যা এই ঘরে উপস্থিত শবনমের অনেক বান্ধবীর উপলব্ধির সঙ্গেই মিলে যায়। আয়না আসলে মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। নিজের সঙ্গে নিজের একান্তে কথা বলার সুযোগ করে দেয়।
‘সেটা তো আছেই, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, কথাটা তোরা কীভাবে নিবি জানি না, নিজের শরীরের দিকে, আরও স্পষ্ট করে বললে নিজের সেক্স অরগানের দিকে ... নিজের বুক, পেট, নাভি, উরু, .. এসব দেখিস?’

‘ওইসব আমরা দেখব কেন? যাদের দেখার তারাই দেখবে, মানে দেখতো আর কি ! এখন আর দেখে কি না সেইভাবে ...’
হাসির হুল্লোড় ওঠে।
শবনম হাসির ভিড়ে কথাটা হারাতে দেয় না। বলে, ‘না, আমি তো সহজে নিজেকে দেখি না, তাকাইও না সেরকম করে,আসলে তাকানোর কৌতুহলও নাই, আগ্রহও নাই, অবসরও নাই। কিন্তু আজ সকালে হঠাৎ কি হলো শোন, চোখ পড়ে গেল নিজের দিকে...’

শবনম স্নান ঘরে তার চকিত পর্যবেক্ষণের ঘটনাটা জানালে ঘরের ভেতর আচমকা একটা অপ্রস্তুত নীরবতা নেমে আসে। কাকলী বলে, ‘এই ঘটনা আমার জীবনে আরও আগে ঘটেছে, অভিনন্দন বন্ধু! হিন্দি চুল পাকা ক্লাবে তোমাকে স্বাগতম!’

আরেক প্রস্থ হাসাহাসি। মৌসুমী তার ছোট করে কাটা সিল্কি চুল নাড়িয়ে বলল, ‘উহু, ক্লাবের নামটা পছন্দ হলো না, বড্ড অশালীন শোনাল! তারচে তুমি নান্দনিকভাবে রূপালী যৌনকেশের ক্লাব রাখতে পার!’

‘আচ্ছা, তোরা কি ইভ এন্সলারের দ্যা ভ্যাজাইনা মনোলগ পড়েছিস?’
আফিয়া ভারী চশমার কাঁচের ভেতর দিয়ে জানতে চায়, কলেজ জীবন থেকেই পড়ুয়া বলে সুনাম আছে ওর।

‘অসাধারণ একটা কাজ। অনেকে ক্রিটিক করে অবশ্য যে পোস্ট মেন্সট্রুয়েশন সময়ের নারীদের কথা বলা হয়নি ওতে। তবে সেটা ধর্তব্য নয়। মৌসুমী তো লেখক, মৌসুমী চাইলে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে। বেশ ইন্টারেস্টিং হবে!’

‘শুরুটা শবনমকে দিয়াই হইতে পারে, একজন নারী গোসলের সময় নিজের নিম্নাঙ্গে রূপালী কেশ দেখে চমকে উঠে। হয়তো উৎকন্ঠায়, হয়তো হঠাৎ চৈত্রের নদীর মতো শরীরী পরিবর্তনের চিহ্ন অনুধাবন করতে পেরে, তারপর তার জীবনে ঘটে নানা কেচ্ছা কাহিনী, উত্থান পতন প্রেম ভালবাসা...আচ্ছা, এখানে যৌনকেশ শব্দটা কি অশ্লীল শোনাবে?’
কাকলী হঠাৎ একটু থেমে জিজ্ঞেস করে।
‘নিশ্চয়ই, এইসব শব্দ তো ট্যাবু, আমরা,মানে ভদ্র সমাজের মানুষেরা মুখে এসব কোনোদিন উচ্চারণ করি নাকি? ওই ঝগড়া-ঝাটির সময় বাল টাল বলে, খুবই খারাপ অর্থে..বাজে, নোংরা একটা শব্দ, স্ল্যাং,যদিও আজকালকার মেয়েরা নাকি কথায় কথায় এসব খুব বলে শুনেছি ...’
সুরাইয়া নাক কুঁচকে বলে।

‘ইভের মনোলগে এই যৌনকেশ নিয়ে একটা পর্ব আছে। সে বলছে, ভ্যাজাইনাকে ভালবাসতে হলে একে ঘিরে থাকা চুলকেও ভালবাসতে হবে, ফুলকে ঘিরে যেমন পাতা থাকে, যোনীকে ঘিরে তেমন চুল থাকে...’
‘মাই গড, আমার প্রথম প্রেমিক অন্ধকার সিনেমা হলে আমার পায়জামার ভেতর হাত ঢুকায়া প্রথমেই বলছিল, কিরে তুই এসব কাটিস না? আমি অবাক হইছিলাম এইগুলা আবার কাটতে হয় নাকি?’
মৌসুমী খিল খিল করে হাসতে হাসতে বলে।
‘আমার বিয়ের সময়, বড়আপা এসে চোখ ঘুরায়া উরুসন্ধির দিকে ইঙ্গিত করে বলল, পরিষ্কার করছ? আমি বললাম পরিষ্কারই তো আছে, সাবান দিয়া প্রতিদিনই ধুই। আপা বিরক্ত হয়ে বলল, শেভ করছিস?
আমি বললাম, শেভ তো পুরুষ মানুষ করে, ওদের দাড়ি গোঁফ আছে, আমি কেন শেভ করতে যাব?
আপা বিরক্ত হয়ে আর কিছু বলল না।’
আফিয়া’ও হাসে।

‘ইভ ওর মনোলগে একটা গল্প বলছে, কোনো এক স্বামী তার বউকে জোর করে শেভ করাত কিন্তু মেয়েটা শেভ করা পছন্দ করত না ..’
‘ওফ, ওরা কত সহজেই এসব কথা লিখতে পারে, বলতে পারে, কিন্তু আমাদের দেশের মেয়েরা ইমেজ নষ্ট হওয়ার ভয়ে কখনোই এসব নিয়ে লিখতেও পারে না। বলতেও পারে না।’

সুরাইয়া মুখ টিপে হেসে সাধু ভাষায় বলল. ‘বলিলে বা লিখিলে নারী জাতি সম্মন্ধে প্রচলিত সরল প্রশংসাপূর্ণ নানা বর্ণনার সত্যতা সম্মন্ধে জগতে ঘোরতর সন্দেহ জাগিবে যে...’

আফিয়া বলে, ‘শোন না, কোন পুরুষ লিখলে কেউ কিছু বলবে না,তখন এটা হবে জীবনের অংশ, আর মৌসুমী যদি সাহস করে লিখেও ফেলে তখন লোকজন এক বাক্যে বলবে, ছি! এত নির্লজ্জ! এটা কিছুই হয় নাই। ছি ছি পড়ে যাবে চারিদিকে, কেলেঙ্কারি আর বদনামির এক শেষ হবে, বলবে, বাল নিয়া লিখছে, বালের উপন্যাস হইছে...’

‘হুম, শেষমেষ দেখা যাবে সবাই এক সুরে হুক্কা হুয়া করার মতো এই একটা কথাই বলতে থাকবে...লেখকের ব্যক্তিজীবন নিয়া টানাটানি শুরু হয়ে যাবে, এই লেখক বিয়ে করে নাই কেন? কার সঙ্গে প্রেম ছিল? ছ্যাক খেয়ে চিরকুমারী রয়েছে কি না ..’
‘আরে, তাতে পরোয়া করি নাকি? এখন আর এত সতর্ক হয়ে কে লেখে? দিন পাল্টাইছে না, কে কান দেয় এসব আবালদের সমালোচনায় !.. ’
মৌসুমী বলে। কাকলি প্রসঙ্গ পাল্টায়, বুকের কাছে একটা কুশন চেপে ধরে বলে,
‘আগে তো আমাদের কুড়িতে বুড়ি বলতো, এখন পয়ত্রিশ, চল্লিশ,পঞ্চাশ ওরে বাবা, ওতো শেষ...মেনোপজ হইছে নাকি? তাইলে তো আর বিছানায় পারফর্ম করতে পারবে না...’

‘দূর, দূর, সময় পাল্টাইতেছে, এখন চল্লিশের উপরে গোল্ডেন এজ শুরু। জীবনের নতুন অর্থ তৈরি হয় তখন। আরও সুন্দরভাবে বেঁচে থাকা যায়,আমাকে দেখ আমার মনের বয়স চিরদিন একুশ, কমবেও না, বাড়বেও না...’
মৌসুমী হাতের উপর শাড়ির আঁচল ফেলে আধুনিক মডেলদের মতো সবার সামনে বৃত্তাকারে ঘুরপাক খায়।

শবনম বলে, ‘মানুষরা, বিশেষ করে ব্যাটা মানুষ গুলো যখন বলে, ওফ! আপনার এত বয়স! বোঝাই যায় না ! এত রাগ লাগে আমার! মানে কি, এই কথার? কি হইলে বোঝা যাইত? জবুথবু হয়ে বসে থাকলে! মাথা ভর্তি পাকা চুল থাকলে, মোটা সোটা হয়ে বাতের ব্যাথায় হাঁসফাঁস করতে থাকলে? হিন্দু বিধবাদের মতো সাজগোজ ছাড়া ঘরের এক কোণায় পইড়া থাকলে? কেমন দেখতে চায় তারা আমাদের? সব কিছুতে মেয়েদের বয়সের প্রসঙ্গ কেন টানতে হবে? সময় পাল্টাইছে এইটা তারা বোঝে না?’

আফিয়া এক্টিভিস্টদের মতো হাত উঁচিয়ে বলে, ‘থাম থাম, কোনো নারীদের কথা বলছ তোমরা? উচ্চবিত্ত বড়লোক ঘরের বুর্জোয়া নারীদের কথা? তাদের নিয়া দেশ? মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র নারী যারা আছে তারা কি তোমাদের মতো দুধ ডিম মাখন খায়া তরুণী আছে? নাকি শরীর নিয়া তোমরা যতটা ভাবো, ততটা তারা ভাবে? নাকি তাদের ভাবার সুযোগ আছে?’

‘দেখ, আফিয়া ম্যাডাম,তুমি অধ্যাপিকা মানুষ, তুমি জানো,আমার সমাজে শ্রেণি বিভাজন আছে, সেইটাই সত্য, আমি আমার শ্রেণির কথাই বলতেছি, আমার শ্রেণির কথাই বলব, এটাকে সার্বজনীন ফ্রেমে তুমি যদি ফেলতে চাও, তবে ভুল করবা...’

‘আমি সেটাই বলতেছি, আমরা অনেকেই এখন করপোরেট পুঁজির প্রতিনিধিত্ব করি। পুঁজি তার সুবিধার জন্য নারীদের ব্যবহার করে, আমরা ব্যবহৃত হই। এখন তুমি কোম্পানীর শীর্ষ পদে একজন নারীকে বসায়া দিলা, বাকি সবকিছু একই রকম রইল, তাইলে কোথায়, কি পরিবর্তনটা আসবে বলো?’

‘না, তাই বলে একজন নারী যদি নিজের যোগ্যতায় যে কোন পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারে বা যায়, সেটাকে কি আমরা সাপোর্ট করব না?’
‘করব তো, প্রফেশনালি আগাইলে আমার কোন সমস্যা নাই, বরংআমি খুশি হব, কিন্তু কর্পোরেট নারীর কাছে খুব বেশি কিছু আশা করব না।’
‘অর্ডার ! অর্ডার ! অর্ডার!’ মৌসুমী দুই বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতার ঢঙে বলতে শুরু করে,
‘প্রিয় বন্ধুগণ, থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত, এইটা গুরুগম্ভীর সেমিনার নয়, সেই কথাটা মনে রেখে আস,আমরা নেকু নেকু প্রেম ভালাবাসা নিয়ে আলাপ করি, আর জানিয়ে রাখি, টেবিলে খাবার তৈরি, আমার আম্মা আর তার সহকারী সাজু খালা মিলে তোমাদের জন্য ইয়াম্মি, মজাদার সব খাবার রেধেছেন, তোমরা সকলেই যদি তার স্বাদ গ্রহণ করো, তবে আমি বাধিত হই...’

‘আমি এক্ষুনই স্বাদ নিতে চাই, এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না ..’
কাকলী বাচ্চাদের মতো চিকন গলায় চিৎকার করে বলে। এবার হুড়মুড় করে সবাই ছোটে খাবার সাজিয়ে রাখা টেবিলের দিকে।
‘মৌসুমী তো আর বিয়াই করল না, একবার না হয় মনের মিল হয় নাই, আবার তো চেষ্টা করতে পারত, আমি মরে গেলে ওর কি উপায় হবে, সেটাই ভাবি সারাদিন ..’
মৌসুমীর মা কাকলির প্লেটে কই মাছ ভাজা তুলে দিতে দিতে বলেন।
‘এত ভাবাভাবির কিছু নাই আম্মা, তখন শুধু তোমার হাতের ভালো খাবার খেতে পারব না, এ ছাড়া যেমন আছি তেমনই থাকব। তোমাকে মিস করব শুধু আর কিছু না...’

মৌসুমী মাছের কাঁটা বাছতে বাছতে নিজেই উত্তর দিয়ে দেয়। ‘একা লাগবে না তোর?’ খালাম্মা জিজ্ঞেস করে। ‘সে তো, তুমি যখন বড়পা বা ভাইয়ার বাড়িতে যাও, তখনো লাগে। একা থাকা আমার অভ্যাস হয়ে গেছে, একলা থাকতে বরং ভালোই লাগে।’
‘খালাম্মা, মৌসুমী তো একা থাকাটা নিজের ইচ্ছায় নিজে পছন্দ কইরা নিছে, এইটা ওর সিদ্ধান্ত, তাই না? ও তো চাইলেই আরেকটা বিয়া করতে পারত, করে নাই। লেখক মানুষ, একা থাকে, নিজের মতো স্বাধীন জীবন যাপন করে, মুক্ত চিন্তা ভাবনা করে, লেখালেখি করে, অসুবিধা কী? এই ভাবেও তো বাঁচা যায়। আনন্দের সঙ্গেই বাঁচা যায়। দুনিয়া বদলায়া গেছে খালাম্মা !’

আফিয়া সুযোগ পেয়ে একটা লেকচার ঝেড়ে দেয়। মৌসুমীর সাদা কালো রঙের পোষা বিড়াল টিনটিন টেবিলের নিচে ওদের পায়ের কাছে ঘুরঘুর করে।
‘খেয়াল করছিস, আগের চেয়ে আমরা এখন ত্রিশ চল্লিশ বছর বেশি বাঁচি, গড় আয়ু তো এখন তেয়াত্তরের চেয়েও বেশি, এই লম্বা জীবন নিয়ে আমরা কী করব বল তো? রিটায়ার করব, বুড়ি হব আর নাতি নাতনিদের খেয়াল রাখব? এর বাইরে কিছু নাই?...বয়স বাড়তেছে আর এইসব চিন্তা মাথায় আসতেছে...’
খাবার শেষে চায়ের কাপে চুমুক দিয়ে সুরাইয়া বলে। কাকলি একটু ধমকের সুরে বলে, ‘উফ! এত বয়স বয়স করিস কেন? বয়সটা ভুলে যা না, ভুলে একটা প্রেম করা শুরু কর!’

‘ভুলতে তো চাই। ভুলে যাইও মাঝে মাঝে। কিন্তু বন্ধু, এটাও বুঝি, এখন কোনো যুবকের চোখে ভালবাসা অন্বেষণ বৃথা। এখন আছে শুধু সহানুভূতি আর মায়া, এক ঘেয়ে জীবন, চরকির মতো একই বৃত্তে ঘোরা ফেরা আর সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা...’

সুরাইয়ার গলায় এমন একটা বিষাদ ছিল যে হঠাৎ করে কেউ আর কোনো কথা খুঁজে পেল না। ক্ষণিকের স্তব্ধতা ভাঙতেই যেন হঠাৎ চর্চাহীন গলায় গান গেয়ে উঠে শবনম, ‘আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে
ও তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না,
তবু ভাবনা করা চলবে না। ’ ‘ঠিক, ঠিক।’ বন্ধুরা কিশোরীদের মতো হৈ হৈ করে হাত তালি দিয়ে উঠে।
শবনম এবার আবৃত্তির ঢঙে বলে, ‘ও তুই বারে বারে করবি চেষ্টা পড়তে প্রেমে, হয়তো প্রেমে পড়বি না, তবু ভাবনা করা চলবে না, বন্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, তোরে বারে বারে ঠেলতে হবে, নইলে দুয়ার খুলবে না।’
পাঁচ বন্ধুর সমবেত হাস্য কলরবে মৌসুমীর বৈঠকখানার দেয়ালে হাঁটতে থাকা টিকটিকিটা ভড়কে গিয়ে তার শিকার ছেড়ে ঝুলতে থাকা পেইন্টিংসের নিচে গিয়ে লুকায়। ‘আমি কিন্তু সত্যিই উপন্যাসটা লিখব শবনম, সিরিয়াসলি, যে যাই বলুক, তুমি তোমার প্রেমকাহিনী কি আছে, আমাকে একদিন শুনাইও দোস্ত...’
বিদায় নেবার সময় মৌসুমী মনে করিয়ে দিল। ‘শুধু প্রেমকাহিনী কেন, অপ্রেমের কাহিনীও তো আছে, বন্ধু! লিখলে সব লিখবা!’
শবনম বলে।

স্নানের শব্দ: পর্ব-১ 

Header Ad

গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল

ছবি: সংগৃহীত

একইসঙ্গে দুই স্বামীর সঙ্গেই সংসার করছেন জান্নাতুল ফেরদৌস নামের এক নারী। স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন জয় করে চলছিলেন দুই স্বামীর। প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৭ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস।

বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই বসবাস করতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল।

এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয়ায় শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী সাগরের দাবি, প্রায় দুই বছর ধরে তার সঙ্গেও স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল।

স্ত্রীর পরিবার তাকে মেনে না নেয়ায় তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন স্বামী-স্ত্রী। চলতি মাসের ২ নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন বলেও দাবি করেন সাগর।

তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। আর এতেই বাঁধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর।

সাগর শেখ বলেন, জান্নাতুল ও আমার বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো। বিয়ের পর আমাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে আমার যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের বিয়ের চার মাসের মাথায় আমি ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ীর বাইরে যাই।

কাজ থেকে এসে শুনি আমার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, ‘পরিবারের চাপে বিয়ে করেছি। ওই ছেলের সঙ্গে আমার কোন সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো। আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো।’

সাগর বলেন, ‘আমি জান্নাতুলদের বাড়ি যাতায়াত করতে না পারার কারণে বিভিন্ন সময় আমরা রাজবাড়ী শহরে আমার বোনের বাসায় ঘনিষ্ঠ সময় কাটাতাম। ওর কলেজে আনা-নেয়াসহ সবকিছু আমিই করতাম। এমনকি গত ২ নভেম্বরও আমরা আমার বোনের বাসায় আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছি।

তবে বিবাহ বার্ষিকী পালনের দুদিন পরে আমি জানতে পারি জান্নাতুলের সঙ্গে ওই ছেলের (দ্বিতীয় স্বামীর) ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। ওই ছেলে নিয়মিত জান্নাতুলের বাবার বাড়িতে এসে তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এ বিষয়ে আমি জান্নাতুলকে প্রশ্ন করলে সে আমাকে গালাগালি করে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে আমার সঙ্গে সংসার করবে না বলেও জানায়।’

তিনি বলেন, ‘সম্প্রতি জান্নাতুলের মা প্রবাস থেকে দেশে ফিরেছে। তিনিও এখন আমাকে মেয়ের জামাই হিসেবে অস্বীকার করছেন। অথচ তার মেয়ের সঙ্গে আমার প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছুই তিনি জানতেন।

এখন বাধ্য হয়ে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত ১১ নভেম্বর লিখিত অভিযোগ করেছি। এছাড়া ১৭ নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ ১নং আমলি আদালতে মামলা করেছি।’

সাগর আরও বলেন, ‘আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্ত্রী অন্য আরেকজনকে বিয়ে করে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমাকেও ম্যানেজ করে চলেছে, একইভাবে তার দ্বিতীয় স্বামীকেও ম্যানেজ করে চলেছে।

এটা আইন ও ধর্মীয় দুই দিক থেকেই অপরাধ। এছাড়া আমি এ পর্যন্ত আমার স্ত্রীর পেছনে ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আমি আমার স্ত্রীকে ফেরত চাই। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।’

এদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন। সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না।

জান্নতুলের দ্বিতীয় স্বামীর বাবা বলেন, ‘কোন এক সূত্রে আমার শ্বশুর জান্নাতুলদের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে পছন্দ করে। পরে আমি গিয়ে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে বিয়ের দিন ধার্য হয়। বিয়ের আগের দিন সাগর নামে এক ছেলে আমার ছেলেকে ফোন করে বলে জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে।

সে জান্নাতুলের সঙ্গে নিজের একটি ছবিও আমার ছেলেকে পাঠায়। এরপর আমি ওই এলাকায় আমার আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি জান্নাতুলের সঙ্গে সাগরের কোন সম্পর্ক ছিল না। এছাড়া জান্নাতুলকেও আমি সরাসরি প্রশ্ন করলে সেও সম্পর্কের বিষয়টি অস্বীকার করে।

পরে ঘরোয়া আয়োজনে জান্নাতুলের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। এখন সাগর নামে ছেলেটি জান্নাতুলকে তার স্ত্রী হিসেবে দাবি করছে। আমি যতদূর জেনেছি সাগরের স্ত্রী ও সন্তান আছে। এখন বিষয়টি আইনগতভাবেই সমাধান হবে।

আর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি।’

বাইরে দাঁড় করিয়ে রেখে তার মা হাচিনা বেগম বলেন, ‘সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল৷ তবে বিয়ের দুই মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে তো ছোট বুঝে নাই, যে কারণে সেসময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। এর ৪/৫ মাস পরে আমার মেয়ের আবার বিয়ে হয়েছে। সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতোদিন তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছে।’

আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, ‘সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের একটি কপি ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোন কপি কখনো পাননি তারা।’

তিনি বলেন, ‘সাগর আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই বিয়ের চার মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করে। প্রায় দুই বছর সে চালাকি করে দুই স্বামীর সঙ্গেই সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা-পয়সা খেয়েছে বলেও আমি জানতে পেরেছি।’

আবু বক্কার বলেন, ‘সাগরের অভিযোগের ভিত্তিতে আমি জান্নাতুলের বাবাকে নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডাকি। তবে নোটিশ পেয়ে তিনি তার ছোটভাই ও তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে বলেন, আমি যেন পরিষদে বসে বিষয়টি সমাধান করে দেই। তবে এর ১/২ দিন পরে তিনি জানান, এ বিষয়ে তারা বসতে চান না।

আইনগতভাবে তারা বিষয়টি সমাধান করতে চান। পরে আবার তারা বসতে সম্মত হলে জান্নাতুল ও তার বাবা এবং তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামসহ পরিষদের অন্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে বসেছিলাম। সাগরও সেখানে ছিল। তবে সেখানে জান্নাতুল বলে দিয়েছে সে কোনভাবেই সাগরের সঙ্গে ঘর সংসার করবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত হয়। কিন্তু ছেলেরা যে কতোটুকু নির্যাতিত হয় তা এই সম্পর্কের জের দেখলে বোঝা যায়। আমাদের সমাজে ছেলেরা আরও বেশি নির্যাতিত হচ্ছে। সেটা নীরবে নিভৃতে ছেলেরা সহ্য করে যাচ্ছে। আমি আশা করবো আপনারা সাংবাদিক ভাইয়েরা বিষয়টি তুলে ধরবেন।

আপনাদের সংবাদের মাধ্যমে মানুষ যাতে সচেতন হতে পারে। আজকে আমার ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। আর কোন ইউনিয়নে যেন এমন ঘটনা কোনদিন না ঘটে।’

Header Ad

শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন

ছবি: ঢাকাপ্রকাশ

২৪ এর গনঅভূ্থানে ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী, শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন।

এ সময় মোবাইল ফোনে লাউডস্পিকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন, আব্দুল্লাহ দেশের জন্য মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য জীবনকে উৎস্বর্গ করে আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। শহীদরা মরে না। তারা আল্লাহর জীম্মায় জীবন্ত থাকে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন আব্দুল্লাহর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন,কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে তিনি নাভারণ দারুল আমান ট্রাষ্টে ওলামা সম্মেলনে যোগদান করেন। পরে ২০১৬ সালে গুম হওয়া ইসলামি ছাত্র শিবিরে নেতা রেজোয়ানের বাড়িতে যান এবং খোঁজ খবর ও সমবেদনা জানান।

এসময় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু বরনকারী সকলে ন্যায় বিচার পাবেন বলে পরিবারের সদস্যদের সান্তনা দেন। এবং গনঅভূ্থানে নিহত সকল পরিবারের সাথে বাংলাদেশ জামায়াত ইসলাম আছে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রসূল, সাবেক জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আবু জাফর, মাওঃ শিহাব উদ্দিন শার্শা থানা আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী ও ঝিকরগাছা থানা আমীর মাওলানা আসাদুল আলম প্রমূখ।

Header Ad

বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার

ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বিশনি পাহান (৫৫) নামের এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধানক্ষেত থেকে ওই নারীর হাতবাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত বিশনি পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে।

নিহতের ভাই চরকা পাহান বলেন, আমার ছোট বোনের স্বামী বিশনি পাহানকে ছেড়ে চলে গেছেন। সে প্রতিরাতেই নেশা করতো। বাবা মারা যাওয়ার পর থেকেই আমার বাড়িতে থাকতো আমার বোন। আমার বোন এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে ধানক্ষেতে হাতবাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ঘটনাস্থল থেকে আদিবাসী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে কে বা কাহারা হত্যা করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি